Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের গৌরনদীতে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা 
Friday February 9, 2018 , 11:39 am
Print this E-mail this

মুক্তা অভিমান করে সকাল সাড়ে ৮টার দিকে কীটনাশক পান করে

বরিশালের গৌরনদীতে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদী উপজেলার বানিয়াশুরী এলাকায় প্রেমিকের বাবা-মা বকাঝকা করায় অভিমান করে মুক্তা আক্তার (১৪) নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। মুক্তা উপজেলার বানিয়াশুরী এলাকার জসিম তালুকদারের মেয়ে ও গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। স্কুলছাত্রীর বাবা জসিম তালুকদার অভিযোগ করেন, তার কন্যার (মুক্তা) সঙ্গে প্রতিবেশী আতাহার তালুদারের কলেজ পড়ুয়া ছেলে আকাশ তালুকদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে আকাশ তালুকদারের বাবা-মা ও স্বজনরা সকালে মুক্তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। এতে মুক্তা অভিমান করে সকাল সাড়ে ৮টার দিকে কীটনাশক পান করে। এরপর মুক্তা অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর দুপুর পৌনে ১২টার দিকে মারা যায়। গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীর মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ছাত্রীর মরদেহ বরিশাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা