প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালের গৌরনদীতে ভাগ্নের হাত ধরে ২ কন্যা সন্তান রেখে বাড়ি ছেড়েছেন খালা
Saturday September 9, 2017 , 11:12 am
প্রবাসীর অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে পালিয়ে যান তারা
বরিশালের গৌরনদীতে ভাগ্নের হাত ধরে ২ কন্যা সন্তান রেখে বাড়ি ছেড়েছেন খালা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভাগ্নের হাত ধরে ২ কন্যা সন্তান রেখে বাড়ি ছেড়েছেন খালা।এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা করা হয়েছে।গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের লেবুতলী গ্রামের এঘটনা ঘটে।আব্দুস সাত্তার বেপারীর পুত্র সৌদি প্রবাসী সাইদুর রহমান জানান, ২০০৭ সালের ১১ জানুয়ারি সামাজিকভাবে তিনি একই উপজেলার টিকাসার গ্রামের এস্কেন্দার হাওলাদারের মেয়ে খাদিজা আক্তার নুপুরকে (২৪) বিয়ে করেন।দাম্পত্য জীবনে তাদের ২ কন্যা সন্তান রয়েছে।প্রবাসী সাইদুর রহমান জানান, সম্পতি তার স্ত্রী নুপুরের সাথে তার খালাতো বোনের ছেলে (ভাগ্নে) পটুয়াখালীর দুমকীর আঠারোগাছিয়া গ্রামের দুলাল সরদারের ছেলে আব্দুল করিমের অধীনস্থ ঝাড়ুদার নাসির সরদারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।১২ আগস্ট প্রবাসী সাইদুর রহমান ছুটিতে বাড়িতে আসেন।পরবর্তীতে কৌশলে প্রবাসীর অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে তার স্ত্রী নুপুর বেগমকে ২৭ আগস্ট পরকীয়া প্রেমিক নাসির সাথে নিয়ে পালিয়ে যান।পালানোর পর থেকে এখনো পর্যন্ত তাদের কোন খোজঁ মিলেনি।