Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কীর্তনখোলায় ভাসমান মঞ্চে ধারণ করা ইত্যাদি পুনঃপ্রচারিত 
Sunday December 3, 2017 , 5:27 pm
Print this E-mail this

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত

বরিশালের কীর্তনখোলায় ভাসমান মঞ্চে ধারণ করা ইত্যাদি পুনঃপ্রচারিত


নিজস্ব প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলা নদীর উপর ভাসমান মঞ্চে ধারণ করা ইত্যাদি আজ (৩-১২-১৭) রবিবার রাতে পুনঃপ্রচারিত হচ্ছে। পর্বটি ২০১২ সালের নভেম্বর মাসে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। অনুষ্ঠানটি একযোগে আজ (৩-১২-১৭) রাত ১০টার ইংরেজি সংবাদের পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে পর পর দু’বার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম বাঙালি তরুণ এম.এ মুহিতের সাক্ষাৎকার। বিশ্বসেরা পদাঘাত শক্তিসম্পন্ন মানুষ, সুপার হিউম্যান খ্যাত ম্যাক ইউরী’র উপর বিশেষ প্রতিবেদন। রয়েছে ৮০ বছরের এক বৃদ্ধের বাড়ি নির্মাণের অভূতপূর্ব গল্প। রয়েছে বরিশালেরই কৃতী সন্তান জাদুশিল্পী জুয়েল আইচের জাদু এবং পৃথিবীর সবচাইতে বড় গোলাকার স্টেডিয়াম ‘গ্লোব এরিনা’র উপর একটি তথ্যচিত্র। মোহাম্মদ রফিকউজ্জামান এর কথায় আলী আকবর রুপু’র সুরে প্রয়াত খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতিক হাসান ও প্রিতম হাসানের একটি দ্বৈত সঙ্গীত। রয়েছে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী’র পরিবেশনায় বরিশালকে নিয়ে একটি মৌলিক গানের সাথে নৃত্য।দর্শকপর্বে বরিশালের আঞ্চলিক ভাষায় প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন বরিশালের দু’জন কৃতী শিল্পী মীর সাব্বির ও তানিয়া আহমেদ।এছাড়াও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনার উপর নাট্যাংশ ও বরিশালকে নিয়ে ইত্যাদির বিভিন্ন নিয়মিত পর্ব। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।




Archives
Image
বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
Image
বরিশালে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু
Image
বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ
Image
বরিশালে জসিম উদ্দিনের অস্ত্র জমা নিয়ে গনমাধ্যমে তথ্য বিভ্রাট
Image
ইউনূস-মোদি বৈঠক হবে কিনা, যা বলছেন বিশ্লেষকরা