Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১৬, ২০২৫ ৫:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কীর্তনখোলায় বাল্কহেড-স্পিড বোট সংঘর্ষ, নিহত ১, নিখোঁজ ৪ 
Thursday December 5, 2024 , 8:18 pm
Print this E-mail this

স্পিড বোটটি উদ্ধার ও নিখোঁজদের সন্ধান চলছে-এসআই ওমর ফারুক, নৌ থানা

বরিশালের কীর্তনখোলায় বাল্কহেড-স্পিড বোট সংঘর্ষ, নিহত ১, নিখোঁজ ৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে স্পিড বোটের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত এক পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কীর্তনখোলা নদী ও লাহারহাট খালের সংযোগস্থল জনতার হাট খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে বরিশাল সদর নৌ থানার এসআই ওমর ফারুক জানান। নিহত জালিস মাহমুদ (৫০) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। আহত অবস্থায় চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল হলেন মানসুর আহমেদ (৩০)। তিনি ভোলার দৌলতখান থানার কনস্টেবল। বরগুনা সদরের বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় অন্য আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী জনতার হাটের চায়ের দোকানি মো: রাহাত বলেন, তিনটার দিকে নদীর মধ্যে শব্দ শুনে তাকিয়ে একটি বাল্কহেডকে যেতে দেখি। কিছু সময় পর দেখি, কয়েকজন লাইফ জ্যাকেট পড়া ব্যক্তি সাঁতার কেটে তীরে আসার চেষ্টা করছেন। স্থানীয়রা ট্রলার নিয়ে ছয়জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। এছাড়া লাহারহাট থেকে বরিশালের উদ্দেশে যাওয়া একটি স্পিড বোট আরো দুই যাত্রীকে উদ্ধার করে বরিশাল নিয়ে গেছে। স্পিড বোট মালিক সমিতির একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোলার ভেদুরিয়া ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে স্পিড বোটটি বরিশাল নগরীর ডিসি ঘাটের উদ্দেশে রওনা দেয়। যানটি লাহারহাট খাল থেকে কীর্তনখোলা নদীতে প্রবেশ করার সময় এ এ ঘটনা ঘটেছে। ওই মালিকের দাবি, এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে থাকা বরিশাল সদর নৌ থানার এসআই ওমর ফারুক বলেন, বাল্কহেডটি আটক করা হয়েছে। স্পিড বোটটি উদ্ধার ও নিখোঁজদের সন্ধান চলছে।




Archives
Image
বরিশালে বাসভাড়া নিয়ে দ্বন্দ্বে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ
Image
কাশ্মীরে থানায় বিস্ফোরণ নিছক ‘দুর্ঘটনা’, ‘অন্য কিছু’ ভাববেন না : পুলিশ
Image
অবশেষে ২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম
Image
রাজধানীসহ দেশের সব মহানগরে নতুন পোশাকে পুলিশ
Image
বরিশালে আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর ছাত্রদল নেতার হামলা!