Current Bangladesh Time
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কীর্তনখোলায় গাঙের জলে জোছনা বিলাস 
Sunday November 5, 2017 , 7:09 pm
Print this E-mail this

মোড়ক উন্মোচন হয় ঋতুভিত্তিক ভাজ পত্রিকা ‘বাতায়ন’

বরিশালের কীর্তনখোলায় গাঙের জলে জোছনা বিলাস


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলায় গাঙের জলে জোছনা বিলাস উপভোগ করলেন বরিশালের প্রকৃতি প্রেমীরা।সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কীর্তনখোলা নদীর বুকে জোছনা উপভোগ হয় গানে কবিতায় বাঁশির সুর মুর্ছনায়।পূর্নিমার জোছনা রাতে ঋতু ভিত্তিক ব্যাতিক্রমী আয়োজনে ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্র,বরিশাল পাঠচক্র শাখা।প্রায় দুইশত প্রকৃতিপ্রেমী অংশ নেয় জোছনা বিলাস উদযাপনে।শনিবার সন্ধ্যায় বিশাল এক ট্রলার অংশগ্রহণ কারীদের ভাসিয়ে চলে নগরীর পাশ দিয়ে বহমান কীর্তনখোলার বুকে।হেমন্তের নীল আকাশে নিজেকে উজার করা পূর্ন চাঁদের জ্যোসনা রাতকে প্রানবন্ত করে তোলে‘আজ মিলন তিথির র্পর্নিমা চাঁদ মোছায় অন্ধকার’,‘জোছনা ভেজা রাতে আমরা মিলেছি এক সাথে’প্রভৃতি গানে গানে।প্রবীন সংস্কৃতিজন মুকুল দাসের আলোচনায় রাস পূর্নিমা,কোজাগরি পূর্নিমা,দোল পূর্নিমা,রাখী পূর্নিমা,মাঘী পূর্নিমা,বুদ্ধ পূর্নিমা,গুরু পূর্নিমা,জৈষ্ঠী পূর্নিমা,ঝুলন পূর্নিমা,ভাদ্রী পূর্নিমা,কৌমুদী পূর্নিমা ও আঁততায়ী জ্যোসনার ব্যাখ্যা অনুষ্ঠানকে করে তোলে আরো শিক্ষনীয়।মাঝে মাঝে কবি হেনরী স্বপন,সাংবাদিক স্বপন খন্দকার,বিশ্ব সাহিত্য কেন্দ্র বরিশালের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ, অধ্যাপক নজরুল ইসলাম,বিকাশ চক্রবর্তী,শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিনের শুভেচ্ছা জ্ঞাপনে করতালিতে মুখরিত হয় অনুষ্ঠান স্থল।মোড়ক উন্মোচন হয় ঋতুভিত্তিক ভাজ পত্রিকা ‘বাতায়ন’।শিল্পী অদিতি,সুপন,নিপা,পান্থ,সঞ্জয়,পূর্বা, ছোটন,পিযুষ,আসিফ,তানজিল-এর গাওয়া রবীন্দ্রগীতি,লালন,ভাটিয়ালী, লোকগীতি, দেহতাত্ত্বিক,আধুনিক গান ও বাঁশির সুর মুর্ছনা সমন্বয় ঘটায় প্রকৃতি ও পরিবেশকে।বিনোদনে আরো একটি মাত্রা যোগ হয় কবিতা আবৃত্তি।তানজিলের বাঁশি, নিক্কনের বাজনা মনে দোল দেয় সমবেতদের।অনুষ্ঠানে চিড়া ভাজা,খুড়মা,ভাঁপা পিঠা আর খিচুরী আপ্যায়ন স্বাদ আনে বাঙালিয়ানার।পোর্টরোড সাততালা ঘাট থেকে কীর্তনখোলার বুকে ভেসে বেড়ানো জোছনা বিলাসীরা মধ্যরাতে গন্তব্যে ফেরেন সুর ধারায়।




Archives
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ
Image
নতুন দলের নেতৃত্বে কারা আসছেন, যা জানা গেল
Image
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির
Image
জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বৃহস্পতিবার