বরিশালের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক রঙিন দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক তিনি
বিশিষ্ট সাংবাদিকের মর্যাদায় বরিশালের কাজী নাসির উদ্দিন বাবুল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের বিভিন্ন সংবাদ সংস্থা, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট গুণী সাংবাদিকদের (ভিআইপি) সরকারি নামের তালিকায় বরিশাল থেকে প্রকাশিত দেশের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক রঙিন দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল’র নাম সন্নিবেশিত করা হয়েছে। সরকারি তালিকার বিশিষ্ট সাংবাদিকরা রাষ্ট্রীয় ও দেশ এবং বিদেশের ভিভিআইপিদের অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন। বিশিষ্ট গুণী সাংবাদিকদের সরকারি এই তালিকায় সর্বমোট ১১১ জন সাংবাদিকের নাম রয়েছে। এর মধ্যে ৬৪ নম্বরে রয়েছে বরিশালের কৃতী সন্তান শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক সাংবাদিক তারকা কাজী নাসির উদ্দিন বাবুল’র নাম। উল্লেখ্য, বরিশালের গর্বিত সন্তান কাজী নাসির উদ্দিন বাবুল-ই ঢাকার বাইরে এই তালিকায় স্থান লাভ করে গৌরব অর্জন করছেন। অর্জন করেছেন বরিশালের সুনাম।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর শ্রদ্ধাঞ্জলী।