অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা
বরিশালের কাউখালী মহাবিদ্যালয়ে ছাত্রলীগের নবীন বরণ অনুষ্ঠিত
সজিব হোসেন : বরিশালের কাউখালী মহাবিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়। রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে নবীনদের শুভেচ্ছা জানিয়ে মিছিল বের হয়ে ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় কলেজ ছাত্রলীগের সভাপতি রিছাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু তালুকদার প্রমুখ। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ছাত্রলীগ সকল নেতা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।