Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৪, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের এক চিকিৎসক দুই বছর কর্মস্থলে অনুপস্থিত ! 
Monday May 21, 2018 , 8:23 pm
Print this E-mail this

ছুটি ছাড়াই ব্যক্তিগতভাবে পিএইচডি করছেন লন্ডনে, বিভাগীয় মামলা দায়েরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি

বরিশালের এক চিকিৎসক দুই বছর কর্মস্থলে অনুপস্থিত !


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোনো ধরনের ছুটি ছাড়াই গত দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকে ব্যক্তিগতভাবে লন্ডনে পিএইচডি করছেন ডাঃ নাঈম হাসান। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির কারণে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ রোগীরা। ঘটনাটি জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাঃ মোঃ নাঈম হাসান দুই বছর আগে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে যোগদান করেন। নাঈম হাসানের বাড়ি বানারীপাড়ায় হওয়ায় তিনি বাইশারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বদলি হন। সেখানে বদলি হয়েও তিনি স্থানীয় এক প্রভাবশালী নেতার মাধ্যমে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মকর্তা, কর্মচারী ও চিকিৎসক জানান, ডাঃ নাঈম হাসান স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় লন্ডন প্রবাসী এক নারী চিকিৎসকের প্রেমে পরেন। পরে ওই নারীকে বিয়ে করার কয়েকদিন পর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে আসা বন্ধ করে দেন। পরে লন্ডন প্রবাসী চিকিৎসক স্ত্রীর হাত ধরে দেশ ছাড়েন নাঈম হাসান। কোনো ধরনের ছুটি ছাড়াই গত দুই বছর ধরে কর্মস্থল বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত রয়েছেন ডাঃ নাঈম হাসান। এ বিষয়ে ডাঃ নাঈম হাসানের পিতা আব্দুস সালাম বলেন, আমার ছেলে পুত্রবধূর সাথে লন্ডনে চলে গেছে। সেখানে থেকে পিএইচডি করছে। সরকারী অনুমতি পেতে বিলম্ব হতে পারে ভেবে ব্যক্তিগতভাবে লন্ডনে পিএইচডি করছে নাঈম। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মারিয়া হাসান বলেন, নাঈম হাসান কোনো ধরনের ছুটি না নিয়েই গত দুই বছরেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি জেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিটি সভায় আমি উপস্থাপন করেছি। জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন জানান, সম্প্রতি চিকিৎসক নাঈম হাসানের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।




Archives
Image
৪ দফা দাবিতে বরিশাল শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
Image
তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ
Image
বরিশালে অবৈধভাবে বালু ভরাটের প্রতিবাদ সংখ্যালঘু যুবককে মারধরের অভিযোগ
Image
সাবেক এমপি বাহার ও তার মেয়ের ব্যাংক হিসাব জব্দ
Image
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আরও ৬ দিনের রিমান্ডে