|
নিহত বিশ্বজিৎ হালদার সরকার দলীয় জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন
বরিশালের উজিরপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
মোঃ আনিছুর রহমান মিলন : বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বিশ্বজিৎ হালদারকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে তাকে গুলি করা হয়। নিহত বিশ্বজিৎ হালদার সরকার দলীয় জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার কারফা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টস এর দোকানে বসা ছিল। হঠাৎ মুখোশপরা কয়েকজন দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে চলে যায়। এ সময় বিশ্বজিৎ হালদার ও তার সহযোগী কারফা গ্রামের নিহার হালদার গুলিবদ্ধ হন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। অামরা দ্রুত দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

Post Views: ০
|
|