|
এ ঘটনায় শুক্রবার (১৬ মার্চ) রাতে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মেহেদীর স্ত্রী শান্তা ফারজানা
বরিশালের উপ রাজনৈতিক দল নতুন ধারার চেয়ারম্যান মমিন মেহেদী ‘নিখোঁজ’
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জ উপ রাজনৈতিক দল নতুন ধারার চেয়ারম্যান মমিন মেহেদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তার স্ত্রী শান্তা ফারজানা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর সেগুনবাগিচা এলাকা থেকে মেহেদী নিখোঁজ হন বলে জানান তিনি। এ ঘটনায় শুক্রবার (১৬ মার্চ) রাতে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মেহেদীর স্ত্রী শান্তা ফারজানা। তিনি জানান, মমিন মেহেদীর রাজনৈতিক দল নতুন ধারা কার্যালয় ৩৩ তোপখানা রোডের মেহেরবা প্লাজায়। বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ের নিচে কয়েকজন নারী মেহেদীর ওপর হামলা চালায়। এসময় তারা মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ওই ঘটনার পরপরই শাহবাগ থানায় একটি জিডি করেন মেহেদী। ফারজানা শান্তা আরও বলেন, দুপুরের ওই ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে আমরা দুজনে একসঙ্গে দলীয় কার্যালয় থেকে রিকশাযোগে সেগুনবাগিচা এলাকার কাঁচাবাজারের সামনে আসি। এরপর মেহেদী আমাকে আমাদের ইডেন অ্যাপার্টমেন্টের সামনে রিকশা থেকে নামিয়ে দিয়ে বলে-‘তুমি বাসায় গিয়ে ভাত বাড়ো, আমি ততক্ষণে অফিস থেকে আসছি’। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে শান্তা ফারজানা সাংবাদিকদের বলেন,‘আমরা শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১০০০) করেছি। থানার ওসি বলেন, আমরা তদন্ত করে দেখবে আসলে কী ঘটেছে।’ শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার রেজা বলেন, মমিন মেহেদীর সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে দু’জন নারীর ঝামেলা হয়েছিল, ওই ঘটনায় থানায় একটি জিডিও করা হয়। তিনি জানান, তারপর রাত সাড়ে ১১টা থেকে মমিন মেহেদী নাকি নিখোঁজ। ওই ঘটনায় নতুন আরেকটি জিডি হয়েছে। মেহেদীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
Post Views:
১,২৪৯
|
|