মুক্তখবর ডেস্ক : বরিশালের উজিরপুরে ১০ শ্রেনির ছাত্রীকে এক লম্পট জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে, আসামী গ্রেফতার। মামলা সুত্রে জানা যায় উপজেলার শোলক গ্রামের মৃত রশিদ সরদারের লম্পট ছেলে মোস্তফা সরদার(৫০) একই গ্রামের মৃত তাপস দাসের মেয়ে ১০ম শ্রেনির ছাত্রী (১৪) গত শুক্রবার বিকেল ৫ টায় পাশের বাড়ীর দেবু বাগানীর ঘরে মোবাইল ফোনে চার্জ দিতে যাওয়ার পথিমধ্যে পথরুদ্ধ করে টানা-হেচড়া করে পানের বরজের মধ্যে নিয়ে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ছাত্রীর ডাকচিৎকারের শব্দ শুনে কাকা স্বপন দাস ঘটনাস্থল ছুটে আসলে ঐ লম্পট পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত, হেলাল উদ্দিনকে এলাকাবাসী অবহতি করলে তার নির্দেশে এস.আই জসিম হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে গত ১৮ জুলাই মঙ্গলবার ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত মোস্তফাকে গ্রেফতার করে। পরে বাবা-মা হারা ছাত্রীর দাদী বকুল রানী দাস বাদী হয়ে মোস্তফা সরদারকে আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ আসামীকে ১৯ জুলাই বরিশাল জেল হাজতে প্রেরণ করেন। অপরদিকে অভিযুক্তর পরিবারের দাবী জমি-জমার বিরোধকে কেন্দ্র করে নাটক সাজিয়ে এ মামলা দায়ের করা হয়েছে। আসামীর ছোট ভাই শাহজাহান সরদার বলেন, ঐ ছাত্রীর বাড়ীর পাশে তাদের পানের বরজ রয়েছে। তারা বিভিন্ন সময় পানের বরজের ভিতর দিয়ে যাতায়াত করে বরজ নষ্ট করে থাকে। তাই আমার বড় ভাই মোস্তফা সরদার বেড়া দিয়ে তাদের যাতায়াত বন্ধ করে দেয়। এরেই সুুত্র ধরে আমাদের ফাঁসাতে এলাকার কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কূপরামর্শে ফায়দা হাসিল করার জন্য আমার বড় ভাইকে জড়িয়ে ঐ ছাত্রীকে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করেছে বলে মিথ্যা অপবাদ দিয়ে থানায় মামলা দায়ের করেছে।