Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ৭, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী উগ্রতাঁরা মন্দির থেকে স্বর্ণালংকার লুট 
Monday February 1, 2021 , 7:35 pm
Print this E-mail this

মন্দিরটি পুনঃসংস্কার করেছেন ডাঃ পীযুষ কান্তি দাস এবং এ্যাড: বলরাম পোদ্দার

বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী উগ্রতাঁরা মন্দির থেকে স্বর্ণালংকার লুট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী উগ্রতাঁরা মন্দির থেকে ৩০ ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ওসি ও পৌর মেয়র পরিদর্শন করেছেন। সন্দেহজনকভাবে ৪ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। উপজেলার শিকারপুর ইউনিয়নের তাঁরাবাড়ির উগ্রতাঁরা মন্দিরের তাঁরা মূর্তির শরীরে ৩০ ভরি স্বর্ণালংকার পরানো ছিল। আজ সোমবার (১ ফেব্রুয়ারী) সকাল ৭টায় মন্দিরের সেবায়েত গৌরাঙ্গ চক্রবর্তী মন্দিরের একটি দরজা খোলা দেখে ভিতরে ঢুকে মূর্তির শরীরে পরিহিত স্বর্ণালংকার দেখতে না পেয়ে স্থানীয়দের অবহিত করেন। বিষয়টি স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করলে মডেল থানার ওসি জিয়াউল আহসান তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন। এরপরে সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ, বরিশালের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক ঘটনাস্থলে উপস্থিত হন। ক্রাইমসিন বিভাগের সহযোগিতায় সিসিটিভির ফুটেজ দেখে প্রাথমিকভাবে মুন্ডপাশা গ্রামের মৃত গোপাল মাঝির ছেলে পরিমল মাঝি (৪৫), তার সহোদর ভাই সঞ্জয় মাঝি (৪০) মৃত নীলকান্ত গাইনের ছেলে গোপাল গাইন (৪০), শিকারপুর গ্রামের মৃত নিত্যানন্দ দাসের ছেলে রনজিৎ দাস (৪২) কে আটক করে মডেল থানা পুলিশ। পুলিশ সুপার নাইমুল হক জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে। স্বর্ণ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমল দাস গুপ্ত ও সহ-সভাপতি দেবাশিষ দাস জানান, মন্দিরটি পুনঃসংস্কার করেছেন ডাঃ পীযুষ কান্তি দাস এবং এ্যাড: বলরাম পোদ্দার। তাঁরা মায়ের মূর্তির শরীরে এক বছর পূর্বে ৩০ ভরি স্বর্ণালংকার পরিয়ে দেন। এটি লুট হওয়ায় আমরা মর্মাহত। সকল দরজায় বাহির ও ভিতর থেকে তালাবদ্ধ ছিল। তবে একটি দরজার তালা খোলা ছিল। মন্দিরের চারদিকে সিসিক্যামেরার আওতাভুক্ত এবং মন্দিরের ভিতরেও দুটি সিসি ক্যামেরা রয়েছে। দুর্বৃত্তরা বাহিরের সিসি ক্যামেরাগুলো ঘুরিয়ে ফেললেও ভিতরের ক্যামেরাগুলো সঠিক স্থানে থাকায় স্বর্ণলুটের ঘটনা ক্যামেরায় ধরা পড়ে।




Archives
Image
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
Image
ঝালকাঠিতে ডাকাতি ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা
Image
মুখ খুললেন ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন শামীমা তুষ্টি
Image
আড়াই ঘণ্টা শাহবাগ অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ
Image
সীমান্তে পিঠ দেখাবেন না : বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা