|
এম.পি এ্যাড: তালুকদার মোঃ ইউনুস অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন
বরিশালের উজিরপুরে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল ২-আসনের সাংসদ এ্যাড তালুকদার মোঃ ইউনুস, উজিরপুর উপজেলা ভাইসচেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,মহিলা ভাইসচেয়ারম্যান সিমা রানী শিল,বরিশাল জিলাস্কুলের শিক্ষক মুহাম্মদ সাইফুল ইসলাম গুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা: দেলোয়ার হোসেন,গুঠিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিন্টু সরদার,সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।রবিবার রাত সাড়ে ১০টায় গুঠিয়া ইউনিয়ন’র ২নং ওয়ার্ডের কলেজ রোড এর ঝরঝরিয়া তলা (মুক্তিযোদ্ধা আবদুল হাই মার্কেট)’র একটি মেডিসিনের দোকান,ফার্নিসার’র দোকান,মুরগীসহ দোকান,সাইজ কাঠের দোকান ও ১টি গোডাউন সহ ৫টি দোকান পুড়ে যায়।শতাধিক মুরগী পুড়ে অঙ্গার হয়ে গেছে।অগ্নিকান্ডের খবরে মূহুর্তে শত শত লোক এগিয়ে এসে নিজেস্ব উদ্যোগে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।এতে ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে।স্থানীয়রা জানায় বছর দুয়েক পূর্বে এ স্থানে মুক্তিযোদ্ধা আবদুল হাই মার্কেট স্থাপন করেন বরিশাল জিলাস্কুলের শিক্ষক মুহাম্মদ সাইফুল ইসলাম ও তার ভাইয়েরা।এ মার্কেটকে কেন্দ্র করে এ স্থানে সরকারীভাবে সোলার লাইটপোষ্ট,গভীর নলকূপ ও শৌচাগার নির্মিত হয়েছে।প্রক্রিয়াধীন রয়েছে মসজিদসহ অন্যান্য স্থাপনার কাজ।প্রত্যন্ত এলাকায় মার্কেট হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হয়েছে।সাধারণ মানুষের চাওয়া পাওয়ায় নিকটবর্তী জায়গায় বরিশাল জিলা স্কুলের শিক্ষক মুহাম্মদ সাইফুল ইসলাম স্থাপন করেছেন ইবতেদাই মাদ্রাসা যা সরকারী করণের প্রক্রিয়াধীন। অগ্নিকান্ডে সাধারণ মানুষের প্রাণে আঘাত পেয়েছে বলে জানান স্থানীয় ৭৫ উর্ধ্ব বয়স্ক মোঃ আতাহার আলী ফকির।তিনি বলেন,মোগো যে সময় যা লাগে এই হানে আইলেই পাই।এহন আর চাখারের হাটে যাওন লাগে না।আগুনে সব শেষ কইরা দেছে।এম.পি এ্যাড: তালুকদার মোঃ ইউনুস সোমবার বিকাল সাড়ে ৫টায় অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ দোকান মালিক এবং ব্যবসায়ীদের খোঁজখবর নেন।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রত্যেক দোকানের জন্য ২ বান টিন ও ৬ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন।পাশাপাশি ঐ এলাকায় বিদ্যুতায়ন রাস্তার উন্নয়নসহ ব্যাপক উন্নয়নের আশ্বাস দেন তিনি।এ ব্যাপারে পুড়ে যাওয়া ফার্মেসী মালিক পল্লী চিকিৎসক তারিকুল ইসলাম বলেন,আমার দেড়লক্ষাধিক টাকার ঔষধ পুড়ে গেছে।মুক্তিযোদ্ধা মার্কেটের মালিক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমাদের দোকান পুড়েছে এটা বড় কথা নয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে তাতে আমি ব্যথিত পাশাপাশি এলাকাবাসী পন্য আনতে দূরে যেতে হবে সেজন্য হতাশাগ্রস্থ হয়েছি।এলাকবাসীসহ আমি কৃতজ্ঞ এমপি মহোদয়ের ঘটনাস্থল পরিদর্শনে।

Post Views:
০
|
|