Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের আলোচিত আনিচ হত্যা মামলার আসামি আটক 
Tuesday November 19, 2024 , 10:11 pm
Print this E-mail this

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকা থেকে আটক করা হয়েছে

বরিশালের আলোচিত আনিচ হত্যা মামলার আসামি আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের চরআবদানী গ্রামের আলোচিত আনিচুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শরীফুল ইসলাম সুমন ওরফে লোড সুমনকে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকা থেকে আটক করা হয়েছে। জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানকে ঘীরে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা উঠে যায়। তবে ধিরে ধিরে মানুষের আস্থা অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আনিচুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি লোড সুমনকে আটক করতে সক্ষম হন তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার সাব ইন্সপেক্টর হরষিৎ মন্ডল। লোড সুমনকে আটক করে চরবাড়ীয়া ইউনিয়নবাসীর প্রসংশায় ভাসছেন এসআই হরষিৎ মন্ডল। দীর্ঘদিনের পরিশ্রম ও বিচক্ষনতায় সোমবার (নভেম্বর ১৮) এসআই হরষিৎ মন্ডলের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম র‌্যাব ১০ এর সহায়তায় ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকা থেকে লোড সুমনকে আটক করতে সক্ষম হন। পরে লোড সুমনকে মঙ্গলবার (নভেম্বর ১৯) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ২ নম্বর আসামি লোড সুমনকেই আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। উল্লেখ্য, মাদক ব্যবসায়ী বাবা লোড সুমনের দেয়া তালিকা ধরে কথায় কথায় ছুড়িকাঘাত করেছিলেন চিহ্নিত মাদকসেবী আলভী। বাবার দেয়া আদেশ পালন করতে গত ৩০ সেপ্টেম্বর বিকাল থেকে গভীর রাত অবধি ৫ জনকে এলোপাথারী কুপিয়ে জখম করেছিলেন আলভী। এলাকাবাসীদের দেয়া তথ্যে জানা যায়, চরআবদানী এলাকার প্রকাশ্যে মাদক বেচাবিক্রিতে ব্যস্ত ছিলেন অভিযুক্ত আলভী। এ সময় একই এলাকার মো: মানিকের ছেলে মো: রাকিব বাঁধা প্রদান করলে তাকে চাইনিজ সেভেন ফায়ার ছুড়ি দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করেছিলেন। এসময় রাকিবের মাথা, হাত, কোমড়, পিঠ, রান সহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। এসময় রাকিবের ডাক চিৎকার শুনে তাকে বাঁচাতে তার এক আত্মীয় এগিয়ে আসলে তাকেও বেধরক মারধর করেছিলেন আলভী। ঘটনার বিষয়ে মৃত মোসলেম ঢালীর ছেলে আরিফ ঢালী আলভীর বাসায় জানতে গেলে তার উপরেও চড়াও হয়ে তাকেও ছুড়িকাঘাত করায় আরিফের পেটে গুরুত্বর জখম হয়েছিল। এদিকে ঘন্টাখানেক পরে একই এলাকার নূর ইসলামের ছেলে মো: রাকিব ইসলামকে তার বাসার ছাদে ডেকে নিয়ে তাকেও একইভাবে ছুড়িকাঘাত করে জখম করেছিলেন। মাদকসেবী আলভীর এমন কর্মকান্ডে দিশেহারা হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে আলভীর বাসায় গেলে পূণরায় একই এলাকার মো: আনিচকে এলোপাথারী কুপিয়ে জখম করেছিলেন আলভী। এতে আনিচের পেটের ভুড়ি বের হয়ে যায় এবং কিডনীতে গুরুতর জখম হয়। আহতদের মধ্যে আনিচ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা