|
গনযোগাযোগের ক্ষেত্রে যাত্রা একটি শক্তিশালী গনমাধ্যম,যাত্রা এদেশের একটি “স্টাইলাইজড আর্ট ফার্ম”
বরিশালের আদি লোকজ সংস্কৃতি যাত্রা শিল্পীদের রক্ষার দাবীতে মানববন্ধন
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশাল সহ বাংলাদেশের আদি লোকজ সংস্কৃতি যাত্রা শিল্পকে রক্ষা করা সহ যাত্রা শিল্পীদের বাঁচিয়ে রাখা এবং ৯ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা সহ স্বরাস্ট্র ও সংস্কৃতিক মন্ত্রালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি দিয়েছে বরিশাল দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদ।মঙ্গলবার (১২-০৯-১৭) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদররোডে এ কর্মসূচি পালন করে শিল্পী পরিষদের সদস্যরা।দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের সভাপতি আসাদুজ্জামান হাকিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে শিল্পী পরিষদের বক্তারা বলেন,তাদের যাত্রা শিল্পে সরকারী পৃষ্ঠপোষকতা,এ শিল্পে অশ্লিল বা নগ্নতা প্রশ্রয পেলে সরকারীভাবে তা দমন করা।যাত্রা পালার সরকারী অনুমতি সহজ শর্তে প্রদান করা,এই শিল্প ও শিল্পীদের অভিজ্ঞতার আলোকে জাতীয়ভাবে সম্মাননা প্রদান ও এই শিল্প সংস্কৃতিকে বাঁচাতে শিল্প প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা করা সহ ৯ দফা দাবী পুরন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।মানববন্ধনে অংশ নেয়া শিল্পীদের দেয়া স্বারকলিপি থেকে জানা যায়,এই যাত্রা শিল্পীদের মাধ্যমে বৃটিশ বিরোধী আন্দোলনের সচেতনতা সৃষ্টি করেছিল।তাই জাতীয় অধ্যাপক কবির চৌধুরী বলেছিলেন,গনযোগাযোগের ক্ষেত্রে যাত্রা একটি শক্তিশালী গনমাধ্যম,যাত্রা এদেশের একটি “স্টাইলাইজড আর্ট ফার্ম”।তারা আরো বলেন,আমাদের দেশে সংস্কৃতিক মন্ত্রালয় আছে,আছে শিল্পকলা একাডেমি,সে দেশে বাংলার লোকজ সংস্কৃতি যাত্রা,জারি,পুতুল নাচ,সার্কাস সরকারী অনুমতির অভাবে ও দুর্নীতিবাজ কিছু সংক্ষক আয়োাজকদের কারনে ঐতিহ্যবাহী এই শিল্প বাংলা থেকে বিলীন হয়ে যাওযার পথে দাঁড়িয়েছে।আর এমনিভাবে চলতে থাকলে একদিন এই শিল্পকে যাদুঘরে খুঁজতে হবে।তাই বর্তমান সংস্কৃতিক বান্ধব প্রধান মন্ত্রী ও সরকারের নিকট এই যাত্রা শিল্পকে বাংলার গ্রাম-গঞ্জে বাঁচিয়ে রাখতে সরকারীভাবে পৃষ্ঠপোষকতা করার দাবী জানান।এই সময় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি (বীরমুক্তিযুদ্বা) আলমগীর মোল্লা,সাধারন সম্পাদক (বীরমুক্তিযুদ্বা) মনোয়ার খান,কার্যকরী কমিটি সভাপতি এম,এ,হাদী,হাবীবুর রহমান হাবীব,রাজু মৃধা,গেওতম দাস,জীবন মালি ও শিপন।পড়ে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের মাধ্যমে স্বরাস্ট্র ও সংস্কৃতিক মন্ত্রালয়,বাংলাদেশ শিল্পকলা একাডেমী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
Post Views:
১৫৯
|
|