মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের কক্ষে ঢুকে অসামাজিক কর্মকান্ডের সময় প্রেমিক যুগলকে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালের নার্স নীপা তাদের নির্ধারিত রুমে গিয়ে প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ডাকচিৎকার শুরু করে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে প্রেমিক যুগলকে আটক করে। সূত্রে আরও জানা গেছে, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের সিদ্দিক হাওলাদারের পুত্র নাঈম হাওলাদারের অসামাজিক কর্মকান্ডের সময় আটকের খবর পেয়ে ঘটনাস্থলে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিসহ কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকরা ঘটনাস্থলে এসে প্রেমিক যুগলকে উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা জানান, উভয়পক্ষের পরিবারের সদস্যদের ডেকে দুইজনকে তাদের হাতে তুলে দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে নিরসন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।