শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া হাসপাতালে কিছু দিন যেতে না যেতেই আবারও এক্স-রে মেশিন নষ্ট হয়ে পরে রয়েছে।হাসপাতালে আগত রোগীরা চিকিৎসা সেবা থেকে রয়েছে বঞ্চিত।এক্স-রে মেশিন হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ায় রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা পাচ্ছে না।হাসপাতাল সূত্রে জানা গেছে,গত জুন মাস থেকে এক্স-রে মেশিনটি নষ্ট হয়ে পড়ে থাকায় গত মাসে এক্স-রে মেশিনটি মেরামতের উদ্যেগ নেয়া হলেও এখন পর্যন্ত ঠিক করা যায়নি। রোগীদের স্বল্প খরচে এক্স-রে করার জন্য সরকারীভাবে হাসপাতালে ৩০০ এমএম অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন প্রদান করেছে সরকার।নতুন মেশিন স্থাপনের পরপরই তা কয়েক দফা নষ্ট হয়ে পরে আছে।ফলে বাধ্য হয়ে রোগিরা বাইরের নাম সর্বস্ব কোন ডায়গনষ্টিক সেন্টার থেকে বেশী টাকায় এক্স-রে করাচ্ছেন। এব্যাপারে টেকনিশিয়ান পরিমল মন্ডল বলেন,মেশিন কখন নষ্ট হবে তা কেউ বলতে পারে না।তবে এক্স-রে মেশিনটির কারিগরি ত্রুটির জন্য ঢাকা থেকে ইলেকট্রো মেডিকেল ইঞ্জিনিয়ার হাসপাতালে আসার কথা রয়েছে।এব্যাপারে হাসপাতালের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলতাব হোসেন জানান,এক্স-রে মেশিনটি অতি দ্রুত সংস্কার করে রোগীদের সেবা প্রদান করা হবে।