বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়
নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় দুরপাল্লার গাড়ীতে টিকিটের মুল্য অতিরিক্ত নেয়া হচ্ছে। এতে যাত্রীরা পড়েছে মহাবিপদে। অনেকে ঈদে বাড়িতে বেড়াতে এসে টাকা খরচ করে যাওয়ার সময় পড়তে হচ্ছে সমস্যায়। উপজেলার পয়সারহাট থেকে প্রতিদিন দিনে ও রাতে ১০টি গাড়ী ঢাকাসহ বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে। এ সকল গাড়ীতে নিয়মিত প্রতি সিটের জন্য ৩৫০টাকা থেকে ৪শত টাকা ভাড়া নেয়া হত। বর্তমানে ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন থেকে ওই সকল গাড়ীতে প্রতিসিটের জন্য ৬শত থেকে ৬৫০টাকা নেয়া হচ্ছে প্রতি যাত্রীর কাছ থেকে। প্রতিযাত্রীর কাছ থেকে অতিরিক্ত ৩শত করে টাকা আদায় করছে বাস মালিকরা। কোন যাত্রী অতিরিক্ত টাকা নিতে অনিহা প্রকাশ করলে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে তাদের গাড়ীর টিকিট দেয়া হয় না। এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারি দেয়ার কথা থাকলেও তারা কোন নজর নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভুগি যাত্রীদের।