ভবিষৎতে খামার বড় করে এলাকার বেকার যুবকদের কর্মউদ্যোগী ও বেকারত্ব লাঘবের ইচ্ছা রয়েছে তার
বরিশালের আগৈলঝাড়ায় দেশী মুরগির খামার
শামীম আহমেদ : হতাশা আর বেকারত্বের অভিশাপ পিছনে ফেলে বরিশালের আগৈলঝাড়ায় দেশী মুরগির খামার করে স্বাবলম্বী হয়েছে বেকার যুবক শাওন শরীফ। জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের ইদ্রিস শরীফের ছেলে শাওন শরীফ (২৫) অনেকদিন বেকার থাকার পর দেশী মুরগির খামার করার পরিকল্পনা করে। অল্প পুঁজিতে ছোট একটি টিনসেড ঘর করে ১০টি দেশী মুরগি দিয়ে যাত্রা শুরু করে। বাজার থেকে গম, চালের খুত, ভুট্টা গুড়াসহ কয়েক প্রকারের উপকরনে মিশ্র খাবার তৈরি করে খামারের মুরগি অল্প দিনের মধ্যেই লাভজনক হয়ে উঠে। খামারের মুরগি থেকে উৎপাদিত ডিম ফুটিয়ে পর্যায়ক্রমে এখন ছোট বড় মিলিয়ে ৩ শতাধিক মুরগি রয়েছে। দেশী মুরগি ও ডিমের চাহিদা বেশি থাকায় প্রতিদিনই স্থানীয় ও পাশ্ববর্তী এলাকার ক্রেতারা শাওন শরীফের খামার থেকে মুরগি কিনতে আসে। তার খামারের ডিম থেকে ফুটানো ১মাস বয়সী একজোড়া মুরগির বাচ্চা ৩শত টাকা ও ৩মাস বয়সী একজোড়া মুরগির বাচ্চা ৭শত টাকা বিক্রি করছেন। সে মুরগি খামারের পাশাপাশি পুকুরে বানিজ্যিক ভাবে পোনা মাছ শুরু করেছে। এবিষয়ে খামারি শাওন শরীফ জানান, সরকারি সহযোগিতা পেলে ভবিষৎতে খামার বড় করে এলাকার বেকার যুবকদের কর্মউদ্যোগী ও বেকারত্ব লাঘবের ইচ্ছা রয়েছে তার।