প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালের আগৈলঝাড়ায় কবি বিজয় গুপ্তের মনসা মন্দিরে বাৎসরিক পূজা
Friday August 17, 2018 , 9:29 pm
সন্যাসীসহ দেশ-বিদেশের লাখো ভক্তের সমাগম, পূজা শেষে পর্যায়ক্রমে চলে ভোগরাগ, বলিদান ও ভোগের প্রসাদ বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় কবি বিজয় গুপ্তের মনসা মন্দিরে বাৎসরিক পূজা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মধ্যযুগের মনসা মঙ্গল কাব্য গ্রন্থের রচয়িতা, বাংলা সাহিত্যের অমর কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা কালুপাড়া গ্রামের মনসা মন্দিরের ৫২৪তম বাৎসরিক পূজা শুক্রবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওইদিন ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে সাধু, সন্যাসীসহ দেশ-বিদেশের লাখো ভক্তের সমাগম ঘটেছিলো। মন্দিরের পাশ্ববর্তী এলাকায় বসেছে একদিনের মেলা। পূজা উপলক্ষে তিন দিনব্যাপী রয়ানী পালাগান অনুষ্ঠিত হয়। সকালে পূজা শেষে পর্যায়ক্রমে চলে ভোগরাগ, বলিদান ও ভোগের প্রসাদ বিতরণ। একইদিন জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রিয়লাল মন্ডলের বাড়ির সার্বজনীন মনসা মন্দিরের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। মনসা মঙ্গল পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া কর্মসূচীর শেষে সকল জীব ও জগতের জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।