হামলাকারী দুই পুত্র, মিঠু বখতিয়ার ও তার ভাই রিন্টু বক্তিয়ারকে আটক করেছে পুলিশ
বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেত্রীর পুত্রদের হাতে চেয়ারম্যান লাঞ্ছিত, প্রাইভেটকার ভাংচুর
নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় মহিলা আওয়ামীলীগ নেত্রী, বরিশাল জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ারের দুই পুত্রের হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত, চেয়ারম্যানের প্রাইভেটকার ভাংচুরের ঘটনায় হামলাকারী দুই পুত্রকে আটক করেছে পুলিশ। আহত, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ঢাকা থেকে নিজ প্রাইভেটকারে বাগধা গ্রামের বাড়িতে ফেরার পথে গতকাল সোমবার সকালে পয়সা-বাগধা সড়ক অতিক্রমের সময় বরিশাল জেলা পরিষদের সংরক্ষিত-১ আসনের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক পিয়ারা বেগমের স্বামী ফারুক বক্তিয়ার মোটরসাইকেলে তার নিজ বাড়ি থেকে পাঁকা সড়কে ওঠার সময় ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে চেয়ারম্যানকে বহনকারী প্রাইভেটকার ঢাকা মেট্রো ক ১১-৪০৬২ এর সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ মাটিতে পরে যান। চেয়ারম্যান বাবুল গাড়ী থেকে নেমে দ্রুত ফারুক বক্তিয়ারকে টেনে তোলেন। ঘটনা দেখে ফারুক বক্তিয়ারের দুই ছেলে মিঠু বক্তিয়ার ও রিন্টু বক্তিয়ার ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান বাবুল ভাট্টির উপর হামলা চালিয়ে লাঞ্ছিত করেন। এসময় মিঠু ও রিন্টু চেয়ারম্যানের প্রাইভেটকারে ব্যাপক ভাংচুর চালায়। চেয়ারম্যান বাবুল ও ফারুক বক্তিয়ারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে এসআই শাহনুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ প্রাইভেট কার ও মোটরসাইকেল উদ্ধার করে হামলাকারী মিঠু বখতিয়ার ও তার ভাই রিন্টু বক্তিয়ারকে আটক করেন। এঘটনায় চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভট্টির ভাই কালাম ভাট্টি বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।