Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ৮, ২০২৫ ৩:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেত্রীর পুত্রদের হাতে চেয়ারম্যান লাঞ্ছিত, প্রাইভেটকার ভাংচুর 
Monday January 15, 2018 , 7:25 pm
Print this E-mail this

হামলাকারী দুই পুত্র, মিঠু বখতিয়ার ও তার ভাই রিন্টু বক্তিয়ারকে আটক করেছে পুলিশ

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেত্রীর পুত্রদের হাতে চেয়ারম্যান লাঞ্ছিত, প্রাইভেটকার ভাংচুর


নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় মহিলা আওয়ামীলীগ নেত্রী, বরিশাল জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ারের দুই পুত্রের হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত, চেয়ারম্যানের প্রাইভেটকার ভাংচুরের ঘটনায় হামলাকারী দুই পুত্রকে আটক করেছে পুলিশ। আহত, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ঢাকা থেকে নিজ প্রাইভেটকারে বাগধা গ্রামের বাড়িতে ফেরার পথে গতকাল সোমবার সকালে পয়সা-বাগধা সড়ক অতিক্রমের সময় বরিশাল জেলা পরিষদের সংরক্ষিত-১ আসনের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক পিয়ারা বেগমের স্বামী ফারুক বক্তিয়ার মোটরসাইকেলে তার নিজ বাড়ি থেকে পাঁকা সড়কে ওঠার সময় ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে চেয়ারম্যানকে বহনকারী প্রাইভেটকার ঢাকা মেট্রো ক ১১-৪০৬২ এর সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ মাটিতে পরে যান। চেয়ারম্যান বাবুল গাড়ী থেকে নেমে দ্রুত ফারুক বক্তিয়ারকে টেনে তোলেন। ঘটনা দেখে ফারুক বক্তিয়ারের দুই ছেলে মিঠু বক্তিয়ার ও রিন্টু বক্তিয়ার ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান বাবুল ভাট্টির উপর হামলা চালিয়ে লাঞ্ছিত করেন। এসময় মিঠু ও রিন্টু চেয়ারম্যানের প্রাইভেটকারে ব্যাপক ভাংচুর চালায়। চেয়ারম্যান বাবুল ও ফারুক বক্তিয়ারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে এসআই শাহনুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ প্রাইভেট কার ও মোটরসাইকেল উদ্ধার করে হামলাকারী মিঠু বখতিয়ার ও তার ভাই রিন্টু বক্তিয়ারকে আটক করেন। এঘটনায় চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভট্টির ভাই কালাম ভাট্টি বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা