|
হেলমেটের পাশাপাশি অভিযান চালানো হচ্ছে রেজিষ্ট্রেশন বিহীন গাড়ীগুলোর বিরুদ্ধে
বরিশালেও হেলমেট ছাড়া তেল নয়, তাই আগ্রহ বেড়েছে হেলমেট পরায়
নিজস্ব প্রতিবেদক : বরিশালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালক ফিলিং স্টেশন থেকে জ্বালানি পাবেন না বলে জানিয়েছেন বরিশাল পুলিশ প্রশাসন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সভাও হয়েছে। এমন ঘোষণার পর পরই নগরের সিংহভাগ তেলের পাম্পই তা কার্যকর করতে যাচ্ছে বলে জানা গেছে। আর পাম্প কর্মীরা জানায়, বর্তমানে হেলমেট ছাড়া চালক আসছেন কমই। ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালকরা বলেন, আগে যাত্রীরা হেলমেট পরতে চাইতেন না। কিন্তু এখন তারাও হেলমেট পরতে চাইছে। হেলমেট ছাড়া মোটর সাইকেলে চড়া আইন বিরুদ্ধ। কিন্তু চালক ও আরোহীদের একটি বড় অংশই তোয়াক্কা করত না এতদিন। নানা সময় পুলিশের বিশেষ অভিযান, অনুরোধেও কাজ হয়নি। তবে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর থেকেই পুলিশের কঠোর অবস্থান আর সচেতনতা বৃদ্ধিতে সুফল মিলেছে এবার। নগরের রূপাতলী শাওন ফিলিং স্টেশনের কর্মচারীরা বলেন,আমরা হেলমেট ছাড়া তেল দেওয়া এখনই কমিয়ে দিয়েছি। দু’এক পর থেকেই কেউ হেলমেট ছাড়া তেল নিতে পারবেনা আমাদের পাম্প থেকে। নগরের কয়েকটি পাম্পের কর্মীরা আরো বলেন, বরিশাল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে হেলমেট ছাড়া তেল বিক্রি না করতে। মাঝে মাছে কিছু মোটরসাইকেল চালকরা আসত হেলমেট ছাড়া তেল নিতে। আমরাও দিতাম কারণ তখন কোন নির্দেশনা ছিল না। তবে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ায় সেটা বাস্তবায়ন করতে চাই আমরা। যদি কেউ হেলমেট ছাড়া পাম্পে আসে?-এমন প্রশ্নে তানভিন বলেন, ‘বরিশাল শহরে ট্রাফিক আইন কঠোরতর করার কারনেই এখন হেলমেট ছাড়া আসতে কমই দেখা যায়। আর কেউ হেলমেট ছাড়া আসলেও আমরা দেব না। এই পাম্পে তেল নিতে আসা বরিশাল সিটি কর্পোরেশনের আড়াই জাহাঙ্গীর হোসেন বলেন,‘আমি মটরসাইকেল কিনার পর থেকে কোনোদিন হেলমেট ছাড়া বাসা থেকে বের হতাম না এবং মোটরসাইকেল চালাইতামও না। তাই আমার কাছে এই নিয়ম তেমন কিছু মনে হচ্ছে না। হেলমেট সবারই পরা উচিত। কারণ বরিশালে বেশি ভাগই সময় ছোট-বড় সড়কদুর্ঘটনা লেগেই আছে। তার মধ্যে বেশি ভাগই যুবকরা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হচ্ছে। জীবনের নিরাপত্তার জন্য হেলমেট মাথায় থাকা খুবই প্রয়োজন। তবে বেশ কিছু দিন ধরে বরিশাল নগরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত বসছে চেক পোস্ট। হেলমেটের পাশাপাশি অভিযান চালানো হচ্ছে রেজিষ্ট্রেশন বিহীন গাড়ীগুলোর বিরুদ্ধে। অন্য দিকে নগরের দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহাবুব বলেন, আমরা খুব চেষ্টা চালাচ্ছি যেন বরিশালে নগরে হেলমেট ছাড়া কোন ব্যাক্তি মোটরসাইকেল চালাতে না পারে। এবং কি হেলমেট ছাড়া কাউকে দেখলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হচ্ছে। সূত্রে আরো জানা যায়, বিষয়টি নিয়ে ইতিমধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সভাও হয়েছে। সেই সভার সিদ্ধান্তের আলোকে বরিশালের পাম্প মালিকদের চিঠি দেয় হেলমেটবিহীন রাইডারদের কাছে পেট্রোল বিক্রি বন্ধ রাখার নিষেধ করা হয়েছে। এই উদ্যোগটি রাজধানীর মত বরিশালেও গ্রহণ করতে যাচ্ছে মেট্রোপলিটন পুলিশ প্রশাসন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সড়কে মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তার স্বার্থে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। যে কারণে বিষয়টি নিয়ে ডিসি ট্রাফিককে সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্য ওই নির্দেশনার আলোকে উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক খালরুল আলমও ইতিমধ্যে পাম্প মালিকদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার বিষয়টি এ প্রতিবেদককে অবহিত করেছেন। তিনি বলেন, প্রতিটি পাম্পের সামনে এই সংক্রান্ত একটি সতর্কীকরণ ব্যানার টাঙিয়ে রাখতেও মালিকদের বলা হয়েছে। এরপরেও কোন আরোহী হেলমেট ছাড়া আসলে তাকে পেট্রোল দিতে নিষেধ করা হয়েছে।
Post Views:
১,৪৩৫
|
|