|
বরগুনায় সেবিকা রানী নামে এক গৃহবধূর আত্মহত্যা!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের সেবিকা রানী (১৯) নামে এক গৃহবধূ শুক্রবার গভীর রাতে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে সেবিকার মা তার মেয়েকে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে বরগুনার মর্গে পাঠায়। সেবিকার পরিবার সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার তাতীপাড়া গ্রামের হরেন চন্দ্র শীলের মেয়ে সেবিকা রানীর সাথে গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের নিকুজ্ঞশীলের ছেলে ইন্দ্রজিতের সাথে ২০১৮ সালের মার্চ মাসে বিয়ে হয়। বিয়ের সময় সাড়ে ৩ ভরি সোনা এবং সংসারের যাবতীয় মালামাল দেয়া হয়। বিয়ের কিছু দিন ভাল ভাবে কাটলেও গত কয়েক দিন ধরে সেবিকার স্বামী যেীতুকের জন্য মারধর শুরু করে এবং ব্যবসার জন্য তার বাবার বাড়ী থেকে ১ লাখ টাকা এনে দিতে বলে। বাবার বাড়ী থেকে স্বামীর দাবী কৃত টাকা এনে দিতে অস্বীকার করলে সেবিকাকে গত বুধবার ব্যাপক মার ধর করা হয়। সেবিকার মা পুষ্পরানী অভিযোগ করে বলেন, আমার মেয়েকে ১ লাখ টাকার জন্য স্বামী ইন্দ্রজিৎ, শ্বশুর নিকুজ্ঞ চনদ্রশীল ও শ্বাশুরী কাজল রানী মারধর করে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। আমি এর বিচার চাই। সেবিকা রানীর বড় ভগ্নিপতি যুগলশীল বলেন, আমার শালী সেবিকাকে টাকার জন্য পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত ইন্দ্রজিতের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন (০১৭২৩৩৩৯২১১) বন্ধ পাওয়া যায়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। তবে মায়ের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ময়না তদন্তে যে রিপোর্ট পাওয়া যাবে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Post Views:
২৭৭
|
|