Current Bangladesh Time
বুধবার জুলাই ১৬, ২০২৫ ৩:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় মাটি খুঁড়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার 
Wednesday May 4, 2022 , 6:26 pm
Print this E-mail this

তদন্ত প্রক্রিয়া শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে-ওসি আলী আহম্মেদ

বরগুনায় মাটি খুঁড়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা সদর উপজেলায় নিখোঁজের একদিন পর রওশন আরা (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মে) দুপুরে সদর উপজেলার সদর ইউনিয়নের কালিরতক এলাকায় মাটির নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত রওশনারা একই এলাকার মৃত জয়নুদ্দিনের স্ত্রী। মৃতের ছেলে জব্বার হাওলাদার জানান, তাদের ঘর থেকে ২০ হাজার টাকা চুরি হয়। স্থানীয়রা হারুনকে সন্দেহ করে। এ নিয়ে মঙ্গলবার রাতে হারুনের সঙ্গে তার মা রওশনারার তর্ক হয়। একপর্যায়ে হারুন রওশনারাকে হুমকি দেন। ওই রাত থেকেই নিখোঁজ ছিলেন রওশনারা। একই সঙ্গে ওই রাত থেকেই পলাতক হারুন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, স্থানীয়রা বাড়ির পাশে নতুন মাটি খোঁড়া দেখে সরকারের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থালে গিয়ে মাটি খুঁড়ে এক নারীর মরদেহ উদ্ধার করে। ওসি আরও বলেন, বরিশাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টিম আসছে। তদন্ত প্রক্রিয়া শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।




Archives
Image
বাংলাদেশকে নতুন করে গড়ার জন্যই জুলাই গণঅভ্যুত্থান : ভোলায় নাহিদ
Image
বরিশালে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা
Image
আর্থিক খাতে সরকারের পদক্ষেপ, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের প্রশংসা
Image
প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ
Image
মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে