Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা 
Tuesday March 8, 2022 , 12:36 pm
Print this E-mail this

অন্যের রেকর্ডকৃত জমিতে আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগ

বরগুনায় ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় আদালত অবমাননার দায়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাওসার হোসেন অফিসারের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করে অন্যের রেকর্ডকৃত জমিতে আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়াও তালতলীর সহকারী কমিশনার ভূমি, উপজেলা ভূমি অফিসের কানুণগো, সার্ভেয়ার ও বড় বড়বগী ইউনিয়নের তহসিলদারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আতিকুল হক জানান, তালতলীতে সহকারী কমিশনার (ভুমি) পদটি শূন্য থাকায় উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তালতলী উপজেলার বড় বগি মৌজার ৩৯৯৩ ও ৪০০০ দাগের ৪ একর কৃষি জমি ১৯৬৪-৬৫ সালে মৌলবী লতিফ ও সিদ্দিকুর রহমান নামে দুজন ব্যক্তিকে চিরস্থায়ী বন্দোবস্ত দেয় সরকার। পরে ১৯৮১ সালে ওই চিরস্থায়ী বন্দোবস্ত ও রেকর্ডকৃত জমি থেকে বদলুর আলম বাবুলসহ কয়েকজনের কাছে ২ একর ৬৭ শতাংশ বিক্রি করেন তারা। কেনা সেই জমি গত ৪০ বছর ধরে ভোগ করে আসছেন উপজেলার আঙ্গুলকাটা গ্রামের সফিজ উদ্দিন আহম্মেদের ছেলে বদরুল আলম। চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন অফিসার ওই জমিতে আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য নির্ধারণ করেন। কোনো প্রকার নোটিশ ও উচ্ছেদের কাগজপত্র ছাড়াই প্রথমে রেকর্ডকৃত সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হয়। এরপর গত ২৫ জানুয়ারি আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বদলুর আলম। আদালত মামলাটি আমলে নিয়ে ওই ৫ জনকে লিখিতভাবে জবাব দিতে বলেন। আদালতের নোটিশ অন্য তিনজন গ্রহণ করলেও উপজেলা নির্বাহী অফিসার কাওসার হোসেন তা গ্রহণ করেননি। আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে কোনো প্রকার কাজ না করার নির্দেশ দেন। কিন্তু ওই জমিতে আদালতের আদেশ অমান্য করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ শুরু করেন ইউএনও কাওসার হোসেন। এরপর গত ৪ মার্চ আমতলী সহকারী জজ আদালতে উপজেলা নির্বাহী অফিসার কাওছার হোসেন, সহকারী কমিশনার ভূমি, উপজেলা ভূমি অফিসের কানুণগো, সার্ভেয়ার ও তহসিলদারে বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে কেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চায়। মামলার বাদী বদলুর আলম বলেন, আমাদের বন্দোবস্তের জমি ইউএনও কোনো নোটিশ ছাড়াই দখল নিয়েছেন। এরপ আশ্রায়ণের ঘর নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে আমি আদালতে মামলা করি। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিলেও সেই আদেশ ইউএনও মানেনি। এজন্য পরে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছি। বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আতিকুল হক বলেন, ইউএনও কাওসার হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে নোটিশ করেছেন। এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। তাই আমি কিছু বলতে পারব না।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা