আটক তানিয়া ও জাকির সর্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
বরগুনার আমতলীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা আমতলীর নতুন বাজার বাঁধঘাট চৌরাস্তা মোর থেকে বৃহস্পতিবার বিকেলে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এঘটনায় মামলার পর শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই পবিত্র কুমার এর নেতৃত্বে একদল পুলিশ আমতলীর নতুন বাজার বাঁধঘাট চৌরাস্তা মোর এলাকায় বিকেল সাড়ে ৩টার সময় অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ একই পরিবারের জসিম সর্দার (৩৭) ও তার ছোট ভাইর স্ত্রী তানিয়া আক্তার (২৪) নামে ২জনকে আটক করে। তানিয়া আক্তার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের জাকির সর্দারের স্ত্রী । জসিম সর্দার একই বাড়ির মজিদ সর্দারের ছেলে এবং জাকির সর্দাদের বড় ভাই। তারা দু’জনেই একই পরিবারের পেশাদার মাদক বিক্রেতা। আমতলী থানার এসআই পবিত্র কুমার জানান, গোপন সংবাদের বিত্তিতে ৮ কেজি গাঁজাসহ তানিয়া আক্তার ও জসিম সর্দারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আমতলী, পটুয়াখালীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন তপু জানান, আটক তানিয়া ও জাকির সর্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।