প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরগুনায় দুই কেজি গাঁজাসহ খোকন মোল্লা নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
Monday August 19, 2019 , 11:21 am
বরগুনায় দুই কেজি গাঁজাসহ খোকন মোল্লা নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় দুই কেজি গাঁজাসহ খোকন মোল্লা (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত খোকন মোল্লা আমতলী সদর ইউনিয়নের চুরিকাটা গ্রামের মোসলেম মোল্লার ছেলে। রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে বরগুনার আমতলী উপজেলার কাঠপট্টি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ খোকন মোল্লাকে গ্রেফতার করা হয়। খোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার (১৯ আগস্ট) আদালতে হাজির করা হবে।