Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় চলন্ত অবস্থায় হাসপাতালের লিফট বিকল! 
Thursday December 5, 2024 , 9:12 pm
Print this E-mail this

প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আটকে পড়া তিনজনকে উদ্ধার

বরগুনায় চলন্ত অবস্থায় হাসপাতালের লিফট বিকল!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় হাসপাতালের একটি লিফট চলন্ত অবস্থায় বিকল হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় লিফটের মধ্যে তিনজন রোগীর স্বজন আটকে পড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আটকে পড়া তিনজনকে উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: একেএম নজমুল আহসান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।  লিফটে আটকে পড়া রোগীর স্বজনরা হলেন-মো: নুরুল ইসলাম লিটন (৫১), মো: কামরুল ইসলাম (৩৬) ও আশ্রাফুর রহমান তন্ময় (১৭)। তারা বরগুনার বিভিন্ন এলাকার বাসিন্দা। হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরগুনা জেনারেল হাসপাতালে দুটি লিফট চালু রয়েছে। বিভিন্ন ফ্লোরে রোগী ও স্বজনরা এ লিফটে ওঠানামা করেন। ৭ম তলা থেকে একটি লিফটে আটকে পড়া তিনজন নিচতলায় নামতে চাইলে ৬ষ্ঠ তলায় এসে লিফটটি হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় লিফটের মধ্যে থাকা ওই তিনজন আটকে পড়েন। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধার করেন। এছাড়া এই একই লিফট গত ৫ জুলাই ছিঁড়ে পড়ার ঘটনা ঘটেছিল। তখন ভিতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বরগুনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মো: জাহাঙ্গীর আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে লিফটে আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়। এর আগেও একবার ওই লিফটটি ছিঁড়ে পড়ার ঘটনা ঘটেছিল। ওই সময় আমরা গণপূর্ত বিভাগ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে লিফটটির বিষয়ে সতর্ক করেছিলাম। লিফটটির পুরো সিস্টেম পরিবর্তন করা গেলে হয়তো আর এ ধরনের ঘটনা ঘটবে না। লিফটটির সেন্সরজনিত সমস্যার কারণে বিকল হওয়ার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: একেএম নজমুল আহসান বলেন, লিফটে আটকে পড়া তিনজনকেই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেছেন। তারা সবাই সুস্থ আছেন। পূণরায় লিফটটি ঠিক করার জন্য আমরা গণপূর্ত বিভাগকে বলেছি। যেহেতু লিফটের সম্পূর্ণ দায়িত্ব গণপূর্তের। এছাড়া বারবার কেন এ ঘটনা ঘটছে, সেই বিষয়ে জানতে গণপূর্তকে আমরা লিখিত চিঠি দেব।




Archives
Image
মহাসড়কে পার্ক : অপসারণের দাবিতে বরিশালে মানববন্ধন
Image
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
Image
অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে
Image
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি দেবে দুদক
Image
সীমান্তে বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি