Current Bangladesh Time
শনিবার এপ্রিল ১৯, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ববি’র প্রশ্নপত্র ফাঁস চেষ্টায় মামলায় ৩ জন রিমান্ড,৩জন কারাগারে 
Monday November 27, 2017 , 8:42 pm
Print this E-mail this

তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের ধারায় একটি মামলা দায়ের

ববি’র প্রশ্নপত্র ফাঁস চেষ্টায় মামলায় ৩ জন রিমান্ড,৩জন কারাগারে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ফাঁসের চেষ্টার মামলায় গ্রেফতার ছয়জনের মধ্যে তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৬ নভেম্বর) বরিশালের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক অমিত কুমার দে এ রিমান্ড মঞ্জুর করেন।তবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় বাকি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।দুপুরের দিকে গ্রেফতার ছয়জনকেই আদালতে সোপার্দ করে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভু-তত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. মারুফ হোসাইন মারুফ,ঢাকা বিশ্ববিদ্যালয়েরর মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. আলমগীর হোসেন শাহিন ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিনস্ত মোহাম্মাদপুর ডিগ্রি কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র মো. রাকিব আকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।বাকি তিনজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুয়ীদুর রহমান বাকী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. মাহামুদুল হাসান (আবিদ) ও গলাচিপা ডিগ্রি কলেজের মানবিক শাখার তৃতীয় বর্ষের ছাত্র মো. সাব্বির আহম্মেদ প্রিতমকে তিনদিন করে রিমান্ডে নেওয়ার নিদের্শ দেন আদালত।এর আগে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ পাল তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের ধারায় একটি মামলা দায়ের করেন।বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) মো. নাসির উদ্দিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতার ছয় ছাত্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা জানা যায়নি।তবে কিছু বিষয় জানিয়েছে যা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।




Archives
Image
মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বরিশাল নগরীর বাসিন্দারা
Image
ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা
Image
যেসব শর্ত না মানলে হতে পারবেন না ওসি
Image
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার
Image
মুফতি ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন