|
নিম্ন আয়ের মানুষ এবং দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন
বন্ধ স্টিমার সার্ভিস চালুর দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় মোরেলগঞ্জ-মঠবাড়িয়া-ঢাকা রুটে বন্ধ হওয়া স্টিমার সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ। শনিবার (জানুয়ারি ২১) দুপুরে বলেশ্বর নদীর পাড়ে উপজেলার বড় মাছুয়া স্টিমার ঘাটে স্থানীয়রা এ মানববন্ধনের আয়োজন করেন। এতে পাশের উপজেলার বাসিন্দারাও অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, ১৯৮৮ সালে চালু হওয়ার পর যাত্রী সংকটের কারণে ক্ষতি দেখিয়ে গত বছরের ২২ আগস্ট মোরেলগঞ্জ-মঠবাড়িয়া-ঢাকা রুটে স্টিমার সার্ভিস বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর ফলে বাগেরহাটের মোরেলগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, ভান্ডারিয়া উপজেলার চরখালী, পিরোজপুরের হুলারহাট, কাউখালী, ঝালকাঠি, বরিশাল এবং চাঁদপুর থেকে ঢাকাগামী যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, মোরেলগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী স্টিমারে পর্যাপ্ত যাত্রীর যাতায়াত থাকলেও বিআইডব্লিউটিএ’র কিছু অসৎ কর্মকর্তা ও কর্মচারী সরকারকে ক্ষতি দেখিয়ে স্টিমার সার্ভিস বন্ধ করে দিয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষ এবং দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগ করেন তারা। মানববন্ধনে বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নাছির হোসেন হাওলাদার, মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন ও মুক্তিযোদ্ধা সুনীল সমদ্দার বক্তব্য দেন।
Post Views: ০
|
|