নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জুলী ও শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (৩১ জুলাই) দিবাগত রাতে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন-বীর বিক্রম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন প্রমুখ। এর আগে তিনি বিকেলে চরমোনাই দরবার শরীফের মরহুম পীর সাহেবের কবর জিয়ারত করেন এবং বর্তমান পীরের সাথে সাক্ষাত করে কুশল বিনিময় ও দোয়া কামনা করেন সেরনিয়াবাত সাদিক আব্দুলল্লাহ।