এর আগে একই দাবীতে বিসিসি’র হিসাব শাখা তালাবদ্ধ করে দেয় কর্মকর্তা-কর্মচারী
বকেয়া বেতনের দাবিতে ফের বরিশাল বিসিসিতে বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের হিসাব শাখায় তালা দেয়ার পর এবারে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। আজ (১৮-০২-১৮) রোববার সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত নগর ভবনের সমানেই বিক্ষোভ করেন তারা। এর আগে শুক্রবার সন্ধ্যায় একই দাবীতে বিসিসি’র হিসাব শাখা তালাবদ্ধ করে দেয় কর্মকর্তা-কর্মচারী। কর্মকর্তা ও কর্মচারীদের দাবী, বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে ঠিকাদারী বিলের পরিশোধের অনুমোদন দিচ্ছিল বিসিসি। এই খবরে শুক্রবার সন্ধ্যায় বিসিসিতে আন্দোলন শুরু করে কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় আজ রোববার কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা। এ ব্যপাারে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সম্পাদক দীপক লাল মৃধা জানান, গত ৫ মাস ধরে প্রায় ১ হাজার ৪শ’ কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে। এ কারনেই আমরা ক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা আজ বকেয়া বেতন ভাতার দাবীতে আজ বিক্ষোভ করেছি। এ বিষয়টি জানতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান ও সিটি মেয়র আহসান হাবিব কামালের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তবে সচিব মোঃ ইশ্রাইল হোসেন জানান, গত দুই মাস পূর্বে বেশ কিছু কর্মকর্তা ও কর্মচারীতে বেতন-ভাতা প্রদান করা হয়েছে। আশাকরি বতর্মান সমস্যা সমাধান করা হবে।