স্টাফ রিপোর্টার : বৈরী আবহাওয়ায় ঢাকা-বরিশাল রুটে যাত্রীবাহী লঞ্চ গ্রিন লাইন-২ চাঁদপুর মেঘনা মোহনা অতিক্রম করার সময় দুর্ঘটনার কবলে পড়ে।তবে দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।শনিবার (২১ অক্টোবর) সাড়ে ১১ টার দিকে চাঁদপুর ত্রীনদী মোহনার অংশে এ ঘটনা ঘটে।অল্পের জন্যে রক্ষা পেয়েছে ৫ শতাধিক যাত্রী।প্রত্যক্ষদর্শী মুহাম্মদ ইমরান জানান,প্রচণ্ড বাতাসে বিকট শব্দে প্রথমে লঞ্চের সামনের অংশের গ্লাস ফেটে চৌচির হয়ে যায়।তার কিছুক্ষণ পরেই লক ভেঙে প্রধান গেটটি খুলে যায়,এতে গেটটি আর বন্ধ করা সম্ভব হয়নি,যার ফলে ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে।এ পরিস্থিতিতে যাত্রীরা চিৎকার শুরু করে। পরে অনেকটা জোরপূর্বকভাবে লঞ্চ কর্তৃপক্ষকে বাধ্য করে চাঁদপুর ঘাটে ভিড়ানো হয়।লঞ্চ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিস্থিতি স্বাভাবিক মনে হলে গ্রীন লাইন-২ পুনরায় বরিশালের উদ্দেশে রওনা করবে।এ ব্যাপারে চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান,গ্রিন লাইন -২ চাঁদপুর ঘাটে আছে।তবে তারা ত্রুটি দূর করতে পারলে বরিশালের উদ্দেশে চলে যাবে।চাঁদপুর নৌ পুলিশের ওসি আবুল হাসিম জানান,ঝড়ের কবলে পড়লেও এখন লঞ্চটি নিরাপদ রয়েছে।এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ এ জাহাজ দুটি বিমানের মত করে তৈরি করা হয়েছে।সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক এ জাহাজে দুটি মাত্র ৫ ঘণ্টায় যাত্রীদেরকে ঢাকা থেকে বরিশাল পৌঁছে দিতে পারে।এ জাহাজে একদিনের মধ্যেই বরিশাল থেকে ঢাকা এসে আবার বরিশালে ফেরা সম্ভব হয়।দুটি শ্রেণিতে মোট ৬০০ জন করে যাত্রী বহনে সক্ষম।আসন ব্যাবস্থা ক্যাটাম্যারান টাইপের ব্রিটিশ এয়ারলাইনসের বিমানের মতো চেয়ার সিট।