Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৬, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফের বরিশাল বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে দুই নেত্রীর মারামারি ! 
Wednesday May 30, 2018 , 7:24 pm
Print this E-mail this

দুই নেত্রী মুনিরা ও শারমিনের মারামারিতে হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে

ফের বরিশাল বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে দুই নেত্রীর মারামারি !


বরিশাল বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে ফের দুই নেত্রীর মারামারি সরকারি ব্রজমোহন (বি.এম) কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে ফের দুই ছাত্রলীগ নেত্রীর মাঝে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাটি গত ২৫ মে রাতের। দুই নেত্রী মুনিরা ও শারমিনের মারামারিতে হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একে অপরকে দোষারোপ করলেও খোঁজ নিয়ে জানা গেছে, তারা উভয়েই নানা কারণে বিতর্কিত। নাম প্রকাশ না করার শর্তে হলের একাধিক ছাত্রী জানান, ওই রাতে তারা হঠাৎ তৃতীয় বর্ষের ছাত্রী শারমিনের কক্ষে ঝগড়া ও বাকবিতন্ডা শুনতে পান। গিয়ে দরজা বন্ধ থাকলেও ভেতরে তুমুল চিৎকার চলছিল। কণ্ঠে তারা বুঝতে পারেন শারমিনের সাথে তর্কে লিপ্ত রয়েছে মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী ছাত্রলীগ নেত্রী মুনিরা। একপর্যায়ে মারামারি ও ধস্তাধস্তি হয় তাদের। পরে হল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ প্রসঙ্গে শারমিন বলেন, মুনিরা প্রায়ই খারাপ কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। রাজী না হওয়ায় তাকে বিভিন্ন রকম হয়রানি করে। মুনিরা তাকে বলে, প্রাইভেট পড়িয়ে আর কত টাকা আয় করো? তার চেয়ে তোকে আমি যা বলি কর, অনেক টাকা পাবি। এই বলে বিভিন্ন জায়গায় পতিতাবৃত্তির জন্য যেতে বলে। এ নিয়ে ক্ষিপ্ত হয়েই আমার কক্ষে এসে আমাকে মারধর করে। অপরদিকে এসব অভিযোগ মিথ্যা দাবি করে মুনিরা বলেন, শারমিন গোপনে তার মোবাইল থেকে আমার কক্ষে অবস্থানরত কিছু ছবি তুলেছে। যার মধ্যে ঘরোয়া পরিবেশে খোলামেলা অবস্থায় ছিলাম। ওই আপত্তিকর ডিলেট করার জন্য বললে শারমিন গড়িমসি করায় মোবাইল নেওয়ার সময় ধস্তাধস্তি হয়। এছাড়া শারমিনের চরিত্র নিয়েও কটুক্তি করেন মুনিরা। একটি সূত্র জানায়, ওই ঘটনার পর শারমিনের মোবাইল ফোন নিয়ে নেয় হল কর্তৃপক্ষ।

সূত্র : বরিশাল ক্রাইম ওয়াচ 




Archives
Image
ফেব্রুয়ারিতে নির্বাচন ঐকমত্য কমিশনের সনদেরই অংশ : প্রধান উপদেষ্টা
Image
মারা গেছেন তিন গোয়েন্দাখ্যাত লেখক রকিব হাসান
Image
বরগুনায় ভাবির পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা, যুবক গ্রেফতার
Image
রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ড : নিহত ১৬ জনের মধ্যে ৭ জন নারী, ৯ জন পুরুষ
Image
বরিশালে সন্দেহভাজন ভারতীয় নারী আটক