পদোন্নতির বিষয়টি প্রকাশ পাওয়ার পর পরই তাদের দু’জনকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং বরণ
ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত ডিআইজি এহসানউল্লাহ ও জামিল হাসান
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সহকর্মী সহ স্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত বরিশালের দুই পুলিশ কর্মকর্তা। পদোন্নতির বিষয়টি প্রকাশ পাওয়ার পর পরই তাদের দু’জনকে অভিনন্দন জানাতে ফুল নিয়ে ছুটে যান তারা। পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসানুল্লাহ এবং বরিশাল র্যাব-৮’র অধিনায়ক জামিল হাসান। জানা গেছে, গত ১১ মে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরীত এক প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসানউল্লাহ এবং র্যাব-৮’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জামিল হাসানসহ বিসিএস ১৮ ও ২০ তম ব্যাচের ৩৪ জনকে অতিরিক্ত ডিআইজি মর্যাদার কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি প্রদান করা হয়। এদিকে, পূর্বে থেকেই পদোন্নতির আলোচনায় ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসানউল্লাহ এবং র্যাব-৮’র অধিনায়ক জামিল হাসান। এ কারণে তাদের পদোন্নতির খবর সর্বত্র ছড়িয়ে পড়লে সহকর্মীদের মধ্যে উৎসহ-উদ্দিপনা ছড়িয়ে পরে। তারা দুই কর্মকর্তাকে অভিনন্দন জানাতে ছুটে যান স্ব স্ব দপ্তরে। এরইমধ্যে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি একেএম এহসানউল্লাহ এবং র্যাবের অধিনায়ক জামিল হাসানকে নিজ কার্যালয়ে অভিনন্দন জানিয়েছেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। এছাড়া বরিশাল জেলার পুলিশ সুপার মো: মারুফ হোসেন, ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাহিদা ইয়াসমিনসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল রেঞ্জ এবং অন্যান্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং বরণ করে নেন।