প্রচ্ছদ » স্লাইডার নিউজ » ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গনহত্যা বন্ধ করার দাবীতে বরিশালে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
Saturday May 19, 2018 , 8:31 pm
নগরীর সদররোডে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এ কর্মসূচি পালন করেন সিপিবি-বাসদ ও গনতান্ত্রিক বামমোর্চা বরিশাল জেলা কমিটি
ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গনহত্যা বন্ধ করার দাবীতে বরিশালে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
সাম্রাজ্যবাদ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে গনহত্যা বন্ধ করার দাবী জানিয়ে ও আর্ন্তজাতিক আদালতে বিচার দাবী করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিপিবি-বাসদ ও গনতান্ত্রিক বামমোর্চা বরিশাল জেলা কমিটি। শনিবার বেলা ১১টায় নগরীর সদররোডে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এ কর্মসূচি পালন করেন। বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড. একে আজাদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যাপক জলিলুর রহমান, দেওয়ান আঃ রসিদ নিলু, অধ্যাপক দুলাল মজুমদার, এ্যাড. বিশ্ব নাথ দাস মুন্সি, ডাঃ মনিষা চত্রবর্তী, অধ্যাপক সুরেন্দ্র নাথ রায়, ছাত্র নেতা শন্তুমিত্র, দিপংকর কুন্ড ও নবীন আহমেদ প্রমুখ। পরে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ করেন।