Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফায়ার ফাইটার নয়নকে চাপা দেওয়া ট্রাকচালক-হেলপার কারাগারে 
Thursday December 26, 2024 , 7:17 pm
Print this E-mail this

সচিবালয়ে আগুন লাগার কারণ উদঘাটনে পৃথক কমিটি গঠন স্থানীয় সরকারের

ফায়ার ফাইটার নয়নকে চাপা দেওয়া ট্রাকচালক-হেলপার কারাগারে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের কাজ করা অবস্থায় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নকে চাপা দেওয়া ট্রাকচালক মো. বেল্লাল হোসেন ওরফে সুমন (৩৬) ও তার সহকারী ফরহাদ হোসেনকে (২০) কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে দায়ের করা মামলায় এ দিন তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মরত রুহুল আমিন মোল্লা। মামলার অভিযোগে বলা হয়, বুধবার দিনগত রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার তথ্য পেয়ে ঘটনাস্থলে যান বাদী রুহুল আমিন। আগুন ছড়িয়ে পড়লে তিনি ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে সাহায্য চান। এর প্রেক্ষিতে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল টিম আসে। এই টিমের টিম লিডার ছিলেন মো. হুমায়ুন কবির। তার নেতৃত্বে মিনিবাস গাড়ি ও স্পেশাল টিমের আটজন ফায়ার ফাইটারসহ সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে যান। অপারেশনাল কাজ চলার সময় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ডেলিভারি হোজ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গুলিস্থান জিরো পয়েন্ট থেকে কারওয়ান বাজারগামী একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে ফায়ার ফাইটার নয়নকে চাপা দেয়। এতে তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। সহকর্মীরা নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উপস্থিত ছাত্র-জনতা ঘাতক ট্রাকের চালক বেলাল ও হেলপার ফরহাদকে ট্রাকসহ আটক করে ডিউটিরত থানা পুলিশের হাতে তুলে দেয়।

ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফায়ার সদরদপ্তরে তাঁর জানাজায় উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সচিবালয়ে আগুন লাগার কারণ উদঘাটনের পৃথক কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মো. আকবর হোসেন সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে (প্রশাসন), সদস্য সচিব করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের যুগ্নসচিব (প্রশাসন অধিশাখা)। কমিটির অন্য সদস্যরা হলেন-অতিরিক্ত সচিব (পানি সরবরাহ), অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন), যুগ্মসচিব (পরিকল্পনা-২ অধিশাখা), উপসচিব (প্রশাসন)। কমিটির কাজের পরিধির মধ্যে রয়েছে, সচিবালয়ের ৭ নং ভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায় আগুন লাগার কারণ নিরুপণ, স্থানীয় সরকার বিভাগের শাখা, অধিশাখা ও অনুবিভাগের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপন। এছাড়া কমিটি চাইলে সদস্য কো-অপ্ট করতে পারবে।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের