মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঘড়িতে যখন ঠিক দুপুর ২ টা। হঠাৎ করেই হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে নগর ভবনের গেটে স্বয়ং মেয়র সাদিক আবদুল্লাহ। হেলমেট পরে মোটরসাইকেল নিয়ে নগর ভবনের গেট থেকে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেন দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা। এসময় নিরাপত্তা কর্মীরা তাকে সাফ জানিয়ে দেন মোটরসাইকেল নিয়ে নগর ভবনের ভিতরে ঢোকা যাবে না। পরে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ হেলমেট খুলে চেহারা দেখানোর সাথে সাথে নিরাপত্তা কর্মীরা হতভম্ব হয়ে গেট খুলে ভিতরে ঢুকতে দেন তাকে। এমন সংবাদ নগর ভবনে ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীসহ সবাই মেয়রকে হেলমেট পরা অবস্থায় এক নজর দেখতে নগর ভবনের নিচ তলায় ভীড় জমান। এসময় হেলমেট পরিহিত অবস্থায় অনেকেই আবার সেলফিও তোলেন তার সাথে। জানা গেছে, সকাল ৯টা থেকে মেয়রের নগর ভবনে আগমনের অপেক্ষা করতে থাকেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। সবাই অধির আগ্রহে তার আসার অপেক্ষায় ছিলেন। কখন আসবেন মেয়র। নাকি আসবেনই না! দুপুর যখন দেড়টা তখন অনেকেই আশা ছেড়ে দিয়ে বলছিলেন, মেয়র বোধহয় আজ আর আসবেন-ই না। কিন্তু সকলের সে-ই ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে দুপুর ২টার দিকে হঠাৎ করে নগর ভবনের গেটে এসে হাজির হন স্বয়ং মেয়র সাদিক। বোঝার কোন উপায়ই নেই যে তিনিই মেয়র। টি শার্ট, জিন্স প্যান্ট ও কেডস্ পায়ে মাথায় হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে নগর ভবনের গেটের সামনে হাজির হন তিনি। নিরাপত্তা কর্মীরা তাকে চিনতে না পেরে বলে ওঠেন মোটরসাইকেল চালিয়ে নগর ভবনের ভিতরে ঢোকা যাবে না। পরে তিনি নিরাপত্তা কর্মীদের হেলমেট খুলে চেহারা দেখালে তাকে স্যালুট দিয়ে গেট খুলে ভিতরে ঢুকতে দেন তারা। মেয়র সাদিক আবদুল্লাহ গোপনীয়ভাবে নগর ভবনে ঢোকার ফলে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তাদের ভাষ্য, কখন কোনভাবে মেয়র নগর ভবনে আসবেন তা কারোরই বোধগোম্য নয়। মেয়রের এমন কর্মকান্ড দেখে কর্মকর্তা-কর্মচারীরা মন্তব্য করেন, এখন থেকে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। তার এমন কাজে নগরীজুড়ে আলোচনার ঝড় বইছে। অনেকেই বলছেন, বরিশাল সিটি করপোরেশনে যেন নতুন ফাটা কেষ্ট’র আবির্ভাব হয়েছে। প্রত্যক্ষদর্শী অনেকেই তাকে ফাটা কেষ্ট আখ্যায়িত করে বলেন, মেয়র সাদিকই পারবেন বরিশাল নগরীকে সুন্দরভাবে সাজাতে। নগরীর মানুষের পাশে দাঁড়াতে। তার এমন কর্মকান্ডে সকলেই অভিভূত।