উভয়ের সন্মতিক্রমে ৩ লক্ষ টাকা কাবিন ধার্য করে নিকাহনামা রেজিষ্ট্রি করা হয়
বানারীপাড়া প্রেমিকের বাড়ীতে প্রেমিকা, অতপরঃ
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া উপজেলার পূর্ব জিড়াকাঠী গ্রামের মোঃ ইউনুস বেপারীর পুত্র মোঃ ইলিয়াস বেপারীর সাথে পাশের বাড়ীর মোঃ সালাম বেপারীর কন্যা কাজলের সাথে দীর্ঘ দিন পর্যন্ত আলাপচারিতা চলছিল। গত ১১ আগষ্ট শনিবার রাত আনুমানিক ১২টার সময় ইলিয়াস কাজলদের বাড়ীতে গেলে কাজলের ভাবী তাদের দেখে ফেলে এবং ইলিয়াস পালিয়ে যায়। এ ঘটনার পর ইলিয়াসের মা কাজলের বাড়ীতে গেলে কাজল তার সাথে তাদের বাড়ীতে চলে আসে। রবিবার সকালে ঘটনা ছড়িয়ে পড়লে এলাকার গন্যমান্য ব্যক্তিগন সমাধানের জন্য দু’পক্ষকে নিয়ে বসেন এবং উভয় পক্ষের সন্মতিক্রমে বিবাহের তারিখ দেওয়া হয়। কিন্তু তারিখ মোতাবেক ছেলেকে না পাওয়া গেলেই মেয়ে পক্ষ চিন্তিত হয়ে পড়ে এবং বিভিন্ন লোকজনের সাথে পরামর্শ করেন। এক সময় এ ঘটনা সাংবাদিকদের কানে পৌঁছলে সেখানে সংবাদকর্মী উপস্থিত এবং বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক খানকে অবহিত করেন এবং তিনি এস আই শাহাদা এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম পাঠান। এ সময় সেখানে শতাধিক লোক সমাগম হয়। তখন এই সমস্যা সমাধানের জন্য সেখানে ছুটে আসেন (চাখার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খিজির সরদারের নির্দেশে) চাখার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ সেলিম সরদার এবং সাবেক চেয়ারম্যান গাজী দেলোয়ার এর পুত্র গাজী মোশারেফ হোসেন। আলোচনার এক পর্যায়ে উভয়ের সন্মতিক্রমে পূর্ব জিড়াকাঠী জামে মসজিদে ৩ লক্ষ টাকা কাবিন ধার্য করে নিকাহনামা রেজিষ্ট্রি করা হয় এবং নব দম্পতিদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এতে এলাকার সাধারন মানুষ সবাই খুশি হয়। এ ব্যাপারে থানা প্রশাসন থেকে উপস্থিত এস আই মোঃ শাহাদাৎ ও সেখানে উপস্থিত সংবাদকর্মী মোঃ আনিছুর রহমানের ও ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী।