|
ভারত থেকে বাংলাদেশে আসার পথে ট্রেনে রোববার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান
প্রাক্তন শিক্ষক বিরাজ নাগের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐহিত্যবাহী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিরাজ চন্দ্র নাগ (৬৭) ভারত থেকে বাংলাদেশে আসার পথে ট্রেনে রোববার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।মৃত্যুকালে স্ত্রী,২ ছেলে,২ মেয়ে,নাতী-নাতনীসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন।ধর্মীয় অনুষ্ঠান শেষে তাঁকে ভারতেই অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,রোববার দুপুরে উপজেলার পতিহার গ্রামের শিক্ষক বিরাজ চন্দ্র নাগ তাঁর পরিবার নিয়ে ভারতে ছিলেন।তিনি একা ভারত থেকে বাংলাদেশে তার আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের বাড়িতে আসার সময় কলকাতার ট্রেনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন।পরে পুলিশ তার লাশ উদ্ধার করে তার সাথে থাকা নম্বর থেকে তাঁর ছেলের কাছে সংবাদ দেয়।পরে তার পরিবার লাশ নিয়ে ভারতেই অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করেন।তিনি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এবং এই উপজেলার সবার কাছে একজন ভাল মানুষ ও প্রিয় শিক্ষক ছিলেন।এই প্রিয় শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি,বরিশাল জেলা আ’লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ,ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার,দৈনিক সমকালের উপ-সম্পাদক অজয় দাশ গুপ্ত,গৈলা ইউনিয়ন চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন,গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক জহিরুল হক,ম্যানেজিং কমিটির সদস্য ছরোয়ার দাড়িয়া,ইস্তেয়াকুর রহমান শাহিন,জাকির হোসেন মানিক মোল্লা,সেলিম সরদার,শিক্ষক সরোয়ার হোসেন,কাইউম লস্কর,নির্মল ভদ্র,মাহমুদ আলম মিঠু,আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম শামীম,এনজিও পরিচালক কাজল দাশ গুপ্তসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর লোকজন তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Post Views:
৯২
|
|