Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২১, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বরিশালের ববি’র ছাত্রী ফৌজিয়া শারমিন নিরা 
Monday February 26, 2018 , 6:10 pm
Print this E-mail this

বরিশাল বিশ্ববিদ্যালয় অচিরেই একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে – উপাচার্য

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বরিশালের ববি’র ছাত্রী ফৌজিয়া শারমিন নিরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর উদ্যোগে প্রবর্তিত “প্রধানমন্ত্রী স্বর্ণপদক” পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ ২০১১-১২ শিক্ষাবর্ষের গনিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া শারমিন নিরা। সে বর্তমানে ববি’র গনিত বিভাগে থিসিস গ্রুপ নিয়ে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যায়নরত রয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২২টি বিভাগের মধ্যে প্রথম শিক্ষার্থী হিসেবে গনিত বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষার চুড়ান্ত ফলাফলে সিজিপিএ ৩ দশমিক ৮৮ অর্জন করায় ফৌজিয়া শারমিন নিরা “প্রধানমন্ত্রী স্বর্ণপদক” ২০১৫-২০১৬ এর জন্য মনোনীত হন। এর পরিপ্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ পদক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান, শিক্ষা সচিব, ৩৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া শারমিন নিরা স্বর্ণপদক গ্রহণ করেন। এ সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় উপাচার্য বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আজ “প্রধানমন্ত্রী স্বর্ণপদক” পেলেন তা অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এ অর্জন শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের নয়, এ অর্জন সমগ্র বরিশালবাসীর। আর এ অর্জনকে প্রেরণা হিসেবে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় অচিরেই একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর উদ্যোগে প্রবর্তিত “প্রধানমন্ত্রী স্বর্ণপদক” পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ ২০১১-১২ শিক্ষাবর্ষের গনিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া শারমিন নিরা। সে বর্তমানে ববি’র গনিত বিভাগে থিসিস গ্রুপ নিয়ে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যায়নরত রয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২২টি বিভাগের মধ্যে প্রথম শিক্ষার্থী হিসেবে গনিত বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষার চুড়ান্ত ফলাফলে সিজিপিএ ৩ দশমিক ৮৮ অর্জন করায় ফৌজিয়া শারমিন নিরা “প্রধানমন্ত্রী স্বর্ণপদক” ২০১৫-২০১৬ এর জন্য মনোনীত হন। এর পরিপ্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ পদক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান, শিক্ষা সচিব, ৩৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া শারমিন নিরা স্বর্ণপদক গ্রহণ করেন। এ সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় উপাচার্য বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আজ “প্রধানমন্ত্রী স্বর্ণপদক” পেলেন তা অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এ অর্জন শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের নয়, এ অর্জন সমগ্র বরিশালবাসীর। আর এ অর্জনকে প্রেরণা হিসেবে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় অচিরেই একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে নিরাকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু