প্রচ্ছদ » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পিরোজপুর জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল
Sunday September 30, 2018 , 11:26 am
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বক্তারা তাঁর দীর্ঘায়ু কামনা করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পিরোজপুর জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল
মো: সজিব হোসেন ফরাজী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন এবং ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশীপ সম্মাননায় ভূষিত হওয়ায় পিরোজপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন-জেলা ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খান, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক বারী তালুকদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র সহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি রোল মডেল। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জঙ্গি আর সন্ত্রাস দমনসহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।