|
বরিশাল সদর উপজেলার ধোপাকাঠি মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের যোগ্য মর্যাদা দিয়েছেন : খান মামুন
মুক্তখবর খেলাধুলা ডেস্ক : বরিশাল সদর উপজেলার ধোপাকাঠি মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (ফেব্রুয়ারি ৯) সকাল ৯ টায় এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। এ সময় খান মামুন বলেন, এ মাস ভাষার মাস। পৃথিবীর কোন দেশে ভাষার জন্য মানুষ জীবন দেয়নি। যা আমাদের দেশের মানুষ দিয়েছে। আর এ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু চেয়েছিল দেশে শিক্ষার প্রসার ঘটাতে। তার অসমাপ্ত কাজকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের যোগ্য মর্যাদা দিয়েছেন। আগে শিক্ষকরা অনেক কম বেতন পেতেন, এখন প্রধানমন্ত্রী তাদের সন্তোষজনক সম্মানির ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বলেন, সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। আজকের শিক্ষার্থীরা যদি নিজেদের ভবিষ্যতের জন্য তৈরি করো তাহলে দেশ সমৃদ্ধশালী হবে। তোমরা যদি ভবিষ্যতের জন্য লেখাপড়া করো, ভালো ও সুস্থ থাকো, তোমরা যদি মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও পড়াশুনায় মনযোগী হও তাহলে এ দেশ এগিয়ে যাবে। আজ যারা বিজয়ী হতে পারোনি, আগামীতে পারবে। আর যারা বিজয়ী হতে পারোনি তারা যদি আগামীতে বিজয়ী হও তাহলে মনে করবো তোমাদের মাঝে একটা জেদ রয়েছে। যেটা ভালো করার জন্য। আর এরমধ্য দিয়ে কর্মক্ষেত্রেও সফলভাবে তোমরা পরিচিতি হতে পারবে।ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধোপাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ্যাড. নিজামুল হক নিজাম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধোপাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: মাহফুজুর রহমান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন-স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান, বরিশাল সরকারি হাতেম আলী কলেজের সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মাহাদ, মহানগর ছাত্রলীগ নেতা আরিফুর রহমান অপুসহ আরো অনেকেই। এরআগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করাসহ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Post Views:
২৩৬
|
|