মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আন্দোলনে গিয়ে মোবাইল হারিয়ে হতাশ স্কুলছাত্রী ঐশ্বর্য এখন অনেক খুশি। প্রতিশ্রুতি অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ্ তাকে নতুন একটি মোবাইল ফোন উপহার দেন। সোমবার (০৬ আগস্ট) শহরের কালিবাড়ি রোডে স্কুলছাত্রীকে বাসায় ডেকে নিয়ে মোবাইল ফোনটি হাতে তুলে দেন তিনি। মেয়রের হাত থেকে মোবাইল নিয়ে ঐশ্বর্য খুশিতে আত্মহারা হয়ে পড়েন। মেয়র সাদিকের আস্থাভাজন ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম জসিম বলেন, সম্প্রতি শহরের চৌমাথায় শিক্ষার্থী আন্দোলনে গিয়ে তাদের নেতা মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ দেখতে পান স্কুলছাত্রী ঐশ্বর্য নিজের ব্যবহৃত স্মার্টফোনটি হারিয়ে কাঁদছেন। ওই সময় সে মেয়রকে জানিয়েছে অনেক কষ্ট করে টাকা জমিয়ে ফোনটি কেনার কথা। তখন মেয়র সাদিক মেয়েটিকে কাঁদতে নিষেধ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফোন দেয়ার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী একদিনের মাথায়ই মোবাইল ফোন কিনে দিয়ে সকলে চমকে দিয়েছেন তিনি। শিক্ষার্থীদের প্রতি তরুণ মেয়র সাদিকের এমন ভালবাসা দেখে নেতাকর্মীরাও হতবাক হয়েছেন।