Current Bangladesh Time
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রতিমন্ত্রীকে ফুল দেওয়া সেই শ্রমিক লীগ নেতা কারাগারে 
Friday February 2, 2024 , 2:10 pm
Print this E-mail this

চুরি ও চোরাইকৃত মহিষ তার হেফাজতে থাকার মামলায়

প্রতিমন্ত্রীকে ফুল দেওয়া সেই শ্রমিক লীগ নেতা কারাগারে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি অধ্যক্ষ মহিববুর রহমান মহিবকে ফুলেল শুভেচ্ছা জানানো ওবায়দুল মল্লিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওবায়দুল মল্লিক রাঙ্গাবালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন ছাত্রদল নেতা। চুরি ও চোরাইকৃত মহিষ তার হেফাজতে থাকার মামলায় ভোলার চরফ্যাশনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। গত ৩০ জানুয়ারি উল্লিখিত ঘটনায় চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক মোস্তাফিজুর রহমান ওবায়দুলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এদিকে গত ২৬ জানুয়ারি ওয়ারেন্টভুক্ত হয়ে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালে নানা সমালোচনা দেখা দেয় নানা মহলে। এ ছাড়া পুলিশ রেকর্ড অনুযায়ী, ২০১৬ সালে তার বিরুদ্ধে আরও একটি মামলার সন্ধান রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালে মহিষ চুরির ঘটনায় চরফ্যাশন আদালতে একটি মামলা বিচারাধীন। ওই মামলার প্রধান আসামি ওবায়দুল মল্লিক। এ মামলায় চরফ্যাশনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওবায়দুলের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে তা গত ১৫ জানুয়ারি পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আসে। ২২ জানুয়ারি জারিকৃত ওয়ারেন্ট রাঙ্গাবালী থানায় পাঠানো হয়। কিন্তু সঙ্গত কারণে ওবায়দুলকে গ্রেফতার করেনি পুলিশ। পরে ২৬ জানুয়ারি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মুহিববুর রহমান মহিবকে সংবর্ধনা দিতে আয়োজন করে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ। ওই অনুষ্ঠানে ওবায়দুল তার লোকজন নিয়ে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। ওই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট থানার পুলিশ। এটি নিয়ে সমালোচনা দেখা দিলে পরে ৩০ জানুয়ারি আদালতে হাজিরা দিতে যান ওবায়দুল মল্লিক। পরে তাকে কারাগারে পাঠানো হয়।




Archives
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ
Image
নতুন দলের নেতৃত্বে কারা আসছেন, যা জানা গেল
Image
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির
Image
জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বৃহস্পতিবার