বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন
প্রতিবন্ধী দিবসে বরিশালে বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বরিশালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। রবিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি রোডের সমাজসেবা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত র্যালির নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড: তালুকদার মো. ইউনুস এমপি এবং সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু। র্যালি শেষে সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড: তালুকদার মো. ইউনুস এমপি। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সাব্বির ইমাম ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।