Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ২:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রতিদিন ৭০ কেজি খাবার খায় বরিশালের ‘ফণী টু’ 
Wednesday May 21, 2025 , 12:10 pm
Print this E-mail this

প্রায় ৩০ মণ ওজনের এই গরুটির দর চাচ্ছে ১৫ লাখ টাকা

প্রতিদিন ৭০ কেজি খাবার খায় বরিশালের ‘ফণী টু’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঘাস বাদ দিয়েই গড়ে প্রতিদিন ৭০ কেজি খাবার খায় প্রায় ৩০ মণ ওজনের বিশালাকৃতির এক গরু। গরুটি আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করছেন বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ও তার ছেলে মো: শাকিল সুমন। বাবা-ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের ভালোবাসায় তিন বছরে বেড়ে ওঠা গরুটি বর্তমানে লম্বায় প্রায় ১২ ফুট এবং উচ্চতা ৬ ফুটের মতো। ২০১৯ সালে বয়ে যাওয়া সুপার সাইক্লোন ফণীর নামে এর নাম রাখা হয়েছে ‘ফণী টু’। গরুর মালিক আব্দুস সালাম বলেন, গরুটি আমাদের হাতালের একটি গাভির বাচ্চা। এটি তিন বছর ধরে আমাদের এ হাতালে লালনপালন করছি। বিশালাকৃতির এ গরুটি এবারের কোরবানির ঈদে বিক্রির চিন্তাভাবনা করছি। আল্লাহ রহমত করলে এটি বিক্রি করব। তিনি বলেন, আমরা পল্লি এলাকার লোক, এখানে এত বড় গরুর কাস্টমার তেমনভাবে আসে না। তবে আসলে এবং বনিবনা হলে খামারিদের থেকে অনেক কম মূল্যে গরুটি দিয়ে দেব। আর কেউ যদি প্রমাণ করতে পারে এই গরুকে ফিড খাইয়ে বা ফরমালিন যুক্ত খাবার খাইয়ে বড় করেছি। তাহলে তাকে এমনিতেই এটি দিয়ে দেব। আমি এ গরুকে গমের ভুসি, ভূট্টার গুড়ি, ডাবলির ভুসি, সয়াবিনের ভুসি, ছোলা বুট আর ভূট্টা ভাঙা খাইয়েছি। এছাড়াও গরুটিকে খুদ, খৈল, কলা ও ঘাস খাওয়ানো হয় বলে জানিয়েছেন আব্দু সালামের ছেলে মো. শাকিল সুমন। তিনি বলেন, গরুটি স্বাভাবিক সময়ে প্রতিদিন ৭০ কেজি খাবার খায় তবে বর্তমানে গরমের কারণে কিছুটা কম খাবার খাওয়াচ্ছি। তিনি আরও বলেন, এ গরুটিকে খুব যত্ন করে লালনপালন করা হয়েছে। সবসময় এটা ফ্যানের নিচে থাকে। রাতে ঘুমানোর সময় মশারি দেওয়া হয় এবং প্রতিদিন দুই বেলা গোসল করানো হয়। ‘ফণী টু’ কিনতে কেউ এসেছেন কি না প্রশ্নে শাকিল সুমন বলেন, বড় গরুর ক্রেতা বরিশালে একটু কম, তারপরও ক্রেতা আসছে কিন্তু এখনও বনিবনা হয়নি। বনিবনা হয়নি বিধায় গত বছর এরকম একটি বড় গরু চিটাগাং নিয়ে আমাদের বিক্রি করতে হয়েছে। এবার প্রায় ৩০ মণ ওজনের এই গরুটির দর চাচ্ছি ১৫ লাখ টাকা। তবে দাম নিয়ে কথা বলা যাবে বলেও জানান তিনি।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা