Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকান সিটির থ্রি জিরো ক্লাব 
Saturday November 16, 2024 , 4:10 pm
Print this E-mail this

মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনার জন্য এ উদ্যোগ

পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকান সিটির থ্রি জিরো ক্লাব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ নিয়ে ‘পোপ ফ্রান্সিস থ্রি জিরোস ক্লাব’ নামে একটি প্ল্যাটফর্ম শুরু করেছে ভ্যাটিকান সিটি। মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনার জন্য এ উদ্যোগটি চালু করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানায়। থ্রি জিরোস ক্লাব রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য এক আশার প্রতীক হয়ে উঠেছে। এটি তাদের উদ্ভাবনী ধারণার বিকাশ ও স্থায়ী সমাধান তৈরির একটি প্ল্যাটফর্ম সরবরাহ করবে বলে আশাবাদী তারা। এ উদ্যোগ নেওয়া রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বালদো রেইনার কাছে চিঠি লিখেছেন ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে ড. ইউনূস বলেন, তিনি এ উদ্যোগে ‘গভীরভাবে সম্মানিত।’ এ উপলক্ষে তিনি কার্ডিনাল রেইনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি রেইনাকে অভিনন্দন জানিয়েছেন। ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস লিখেছেন, এ অসাধারণ উদ্যোগ আমাদের দুজনের যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিফলন।তিনি লিখেছেন, এ উদ্যোগ শুধু দারিদ্র্য, বেকারত্ব এবং নেট কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্যে নয়, এটি এমন একটি নতুন সভ্যতার আবির্ভাবের প্রচেষ্টা, যা সহানুভূতি, সাম্য এবং স্থায়িত্বের ওপর ভিত্তি করে হবে। একটি সভ্যতা যেখানে কেবলমাত্র কেউ পিছিয়ে থাকবে না বরং প্রত্যেক ব্যক্তি তার নিজের ভাগ্যের নায়ক হতে পারবে এবং একইসঙ্গে একটি মানব পরিবারের সদস্য হিসেবে গর্বিত হতে পারবে। ড. ইউনূস লেখেন, চলুন স্বপ্ন দেখি, একটি একক মানব পরিবার হিসেবে, যেখানে আমরা সবাই একই মাটির সন্তান। প্রত্যেকে তার নিজস্ব বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমৃদ্ধি নিয়ে আসে এবং আমরা সবাই একে অপরের ভাই ও বোন। পোপ ফ্রান্সিস ও ড. ইউনূস সবাইকে এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে এগিয়ে আসুন। এমন এক সভ্যতা গড়ুন, যা প্রতিটি ব্যক্তির মর্যাদাকে সম্মান জানায় এবং আমাদের পৃথিবীর পবিত্রতাকে রক্ষা করে। সাম্প্রতিক গণনা অনুসারে, বিশ্বজুড়ে অন্তত ৪ হাজার ৬০০ থ্রি জিরোস ক্লাব রয়েছে। এর বেশির ভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং এ ক্লাবগুলো ড. ইউনূসের নতুন সভ্যতার স্বপ্নের দ্বারা অনুপ্রাণিত।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা