পুজোর সকালে এভাবেই তৈরি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন শ্রাবন্তী
পুজোর সাজে নিজেকে রাঙালেন শ্রাবন্তী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। তাই এবারো সনাতন সাজে নিজেকে রাঙিয়েছেন পশ্চিমবঙ্গের এই নায়িকা। চওড়া পাড়ের রঙিন শাড়ি সাথে হট পিঙ্ক ব্লাউজ। বাহারি ডিজাইনের অলংকার। কপালে বড় লাল টিপ। খোঁপায় জুঁইয়ের মালা। পুজোর সকালে এভাবেই তৈরি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন শ্রাবন্তী। পুজো উদ্ধোধন বা বিচারকের দায়িত্ব তো আছেই। কিন্তু তার বাইরে শ্রাবন্তীর পুজো কাটবে পরিবারের সঙ্গে। ছেলে, দিদি, জামাইবাবু, মা, বাবা সকলকে নিয়ে বেড়াতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তার। পঞ্চমীর আগেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন শ্রাবন্তী। মঞ্চে তিনি। পিছনে জনস্রোত। ঠিক এমন একটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আমি অসামাজিক নই। বেছে বেছে নির্দিষ্ট জায়গায় আমি সামাজিক।