মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নাশকতার অভিযোগে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে ঢাকা থেকে পিরোজপুরে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নাশকতার অভিযোগে করা মামলায় গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গাজী লাভলুর সহধর্মিণী ও জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান আশা বলেন, দলীয় কাজে জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ঢাকায় গিয়েছিলেন। আজ ভোরে সেখান থেকে ফেরার পথে তাকে পুলিশ গ্রেপ্তার করে পিরোজপুরে নিয়ে আসে। নাশকতার দায়ে অভিযুক্ত করে তার নামে মামলা দেওয়া হয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে তার নিরাপত্তা চাই।